প্রজাপতি
প্রজাপতি,
উড়ে চলে
ধীর গতি ।
ডানাগুলি
ঝিলিমিলি,
জেগে ওঠে
ফুল কলি ।
দুলে দুলে
উড়ে চলে,
রঙ মাখা
পাখা মেলে ।
তাই দেখে
ফুল তাকে,
বন্ধু ভেবে
কাছে ডাকে ।
কত শত
গল্প স্মৃতি,
সারাদিন
খুনসুটি ।
ছেলে মেয়ে
আসে ধেয়ে,
খেলা ধুলা
ভুলে গিয়ে ।
ওরা ভাবে
ধরে তবে,
সত্যি সত্যি
খুশি হবে ।
মজা করে
যদি ধরে,
প্রজাপতি
কেঁদে মরে ।
এই লাজ
ছেড়ে আজ,
করি সবে
ভালো কাজ ।
ওর পাশে
হেসে হেসে,
থাকি সবে
ভালবেসে ।
প্রজাপতি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
94
Views
1
Likes
0
Comments
0.0
Rating