স্কুলে আমার প্রথম দিন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
সামনে হাঁটছেন হেডস্যার । তাঁকে অনুসরণ করে আমিও এগোচ্ছি । কিন্তু অন্তরটা দুরু দুরু করে কাঁপছে । ঠিক ভয় নয় , এক অজানা অনুভূতি !
এ স্কুলে আজ আমার প্রথম দিন । শুনেছি এটি একটি স্বনামধন্য প্রতিষ্ঠান । তার চেয়ে বড় কথা , আজ সাথে আমার মা - বাবা কেউ নেই । ওরা শুধু বলেছে , " নতুন পরিবেশে খাপ খাইয়ে নেয়াটাই প্রকৃত যোগ্যতা । "

ইতিমধ্যে স্যার আমাকে নিয়ে একটি ক্লাসে ঢুকলেন। ছাত্ররা সবাই দাঁড়িয়ে সালাম করলো। স্যার সবাইকে বসতে বললেন । আমাকে পাশে এনে বললেন , " ইনি রায়হান আহমেদ । তোমাদের নতুন গণিত টিচার।"
14 Views
0 Likes
0 Comments
0.0 Rating
Rate this: