রূপসী রাজকন্যা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
***__________________**
**______________**

কেঁদে মন হাল্কা হয় কথাটা সত্যি। আমার নিজেকে খুব হাল্কা লাগছে। কিন্তু কান্না থামছে না। আমি কাঁদতে কাঁদতে বলি,, চাচা আপনি নিজেকে কখনো অপরাধী ভাববেন না।

আপনি আমার বাবার মতোই আমাকে স্নেহ করেছেন। পরিবারের সবার কাছ থেকেই আমি অনেক ভালোবাসা পেয়েছি।

বড় চাচা বললেন,,, আমাদের উপর অভিমান রাখিস না ,, মা !! 😔😔 চল আমাদের সাথে,, এটাই নিয়ম।

আমি চোখ মুছে বলি,, ক্ষমা করবেন চাচা ! আমি যেতে পারব না. তবে আমি অভিমান করে যাচ্ছি না তা কিন্তু না। আমি আসবো কয়টা দিন পরে। আমি এ সংসারটাকে আপন করতে চাই,, চাচা।

আমাকে একটু আমার মত সময় দেন ! আমার মনের অস্থিরতা আমি দূর করতে চাই। এ চাওয়াটুকু একটু শুনেন চাচা !
চাচা বললেন,, তোমার শ্বশুর বাড়ির মানুষ কি বলবে,,?? তুমি কেন যেতে চাইছো না।

আপনি ওনাদের বলুন আমি এখানে কিছুদিন থেকে তারপর আসবো। উনারা মনে হয় না কথাটা খারাপ ভাবে নিবে। যতটুকু দেখেছি উনাদের আমার খুব সোজা সরল ভালো মানুষই মনে হয়েছে।
ঠিক আছে মা,, তুমি যা ভালো মনে করো। তুমি বরাবরই অনেক বুদ্ধিমতী মেয়ে। আমার তোমার উপর পুরো ভরসা আছে। তবে আমি অপেক্ষায় থাকবো। জামাই নিয়ে তোমার বাড়িতে আসার। 😥😥

বড় চাচার হাত আমার মাথার উপর রেখে বললাম,, আপনি শুধু দোয়া করে যান চাচা,, আমি যেন হাসিমুখে সুখী মানুষের মতো বাপের বাড়ি যাই। আমাকে দেখে যেন নিজেকে অপরাধী নয়,, মনের মধ্যে আত্মতৃপ্তি আসে আপনার।

বড় চাচা আমার মাথায় হাত বুলিয়ে বিদায় নেন। আজ আমি আবিষ্কার করি আমার পরিবারটিকে সত্যিই আমি অনেক ভালবাসি। সবাইকে চোখের পানি সমেত বিদায় দিই।

রাতে সবাই ঘুমাতে গেলে আমি রুমে বসে বসে রাশেদের অপেক্ষা করতে থাকি। আমার সাজগোজ কিছুই খুলিনি। রাশেদ একবারও কি আমাকে দেখবে না !☺️☺️

রাশেদ রুমে ঢুকলে আমি তার দিকে তাকাই কিন্তু সে আগের মতই এক পালক দেখে চোখ নামিয়ে নেয়।😥😥
আমি ইনিয়ে বিনিয়ে বলি,, আজকের গোলাপি শাড়িটা কি আপনি পছন্দ করেছেন??

না। বিয়ের জিনিস তো একদিনে সব কেনা হয়েছে। আম্মা আর স্বর্ণা মিলে কিনেছে। আমি তো শুধু সাথে ছিলাম।

আপনি নিজে থেকে পছন্দ করে কিছু কিনেননি আমার জন্য,,?? 🤔🤔
না আসলে ওভাবে ভাবিনি।

খুব মন খারাপ হয় আমার। শাড়ি বদলাতে জামা নিয়ে বাথরুমে চলে যাই। ধুর ! এ মানুষটার কি কোন রোমান্টিকতা নেই,,?? 😟😟

রাশেদ নাজিলার বিরক্তি নিয়ে চলে যাওয়া দেখে নিঃশব্দে হাসে। মনে মনে বলে,, ,,



চলবে.......

170 Views
1 Likes
0 Comments
3.0 Rating
Rate this: