ওহে নদী, আজ সাজাবে কে তোরে?
কার এত মায়া, এত কিছুর পরে!
ভেঙেছিস তুই কত-শত লোকের ঘর,,
সবাই তোরে ভেবেছে আপন তুই ভেবেছিস পর!!
তোর কিনারায় ঘরটি বেঁধে থাকতো কত লোক
এতদিন সবাই সুখেই ছিল, এখন কান্নার শোক!
দেখলি না তুই কারো অসহায়ত্বে ভরা চোখের জল
তোর দেহেতে সব মিশিয়ে নিয়ে হলি রাজা বীরবল!
দেখ রে নদী দেখ,,
তোর জন্য আজ অনাহারে মরছে কত জাতি,
তোর জন্য কত ঘরে জ্বলছে সাদা বাতি!
করবে না আর ক্ষমা তোরে বাংলাদেশের কেউ,,
এতকিছুর জন্য তুই দ্বায়ী আর তোর ঢেউ!!
রাক্ষসী নদী
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
104
Views
6
Likes
5
Comments
4.8
Rating