রূপসী রাজকন্যা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমি মনে মনে বলি,, তোমার ভাই তো উল্টো কেন আমি সুন্দরী সেই আফসোস করেছে।
অন্য কি কারনে বিয়ে করেছে তাও জানলাম না।

সবাই যেখানে আমার রূপের প্রশংসায় পঞ্চমুখ সেখানে রাশেদ যেন আমাকে দেখার সময়ই পায় না। 😔😔

আমি মনে মনে গজরাতে থাকি। মানলাম আমি সময় চেয়ে নিয়েছি।
কিন্তু সে তো পুরুষ মানুষ ! কেমন মানুষ সে!!

আমার বাবার বাড়ির লোকজন চলে এসেছে তবে ছোট চাচী আসেনি। উনার নাকি শরীর খারাপ করেছে।

আমি জানি বিদায়ের সময় বলা আমার কথায় উনি খুব কষ্ট পেয়েছেন। এজন্য আর আমার সামনে আসতে চাননি। চাচাতো বোন আর ভাবিরা আমার রুমে বসে বাসররাতে করনীয় কর্ম নিয়ে ঠাট্টা মশকারি শুরু করেছে।

ওদের কথা শুনে আবার গা জ্বলা শুরু হয়েছে। স্বর্ণা তো কান লাল করে পালিয়েছে। স্বর্ণার সামনে আমার নিজেরও খুব অস্বস্তি হচ্ছিল।

আমার পরিবারে স্বর্ণার বয়সী মেয়েরা বিয়ের জন্য পুরোই প্রস্তুত থাকে। কিন্তু স্বর্ণা এখানে ইচরে পাকা হয়ে ওঠেনি।

কেন জানি,, আমার কাছে নিজের পরিবারের মানুষদেরই বিরক্ত লাগছিল অন্যদিকে শ্বশুরবাড়ির মানুষদের সৌহার্য পূর্ণ আচরণে তাদেরকে অনেক বেশি সহনশীল ও স্বস্তিদায়ক লাগছিল।

ফিরুনীর সময় আমি বেঁকে বসলাম যাবো না বলে। বড় চাচি আর ভাবিরা বোঝাতে ব্যর্থ হয়ে চাচাদের পাঠালেন।

বড় চাচা ও মেজ চাচা রুমে এসে আমার কাছে বসলেন। ছোট চাচা ভেজানো দরজায় দাঁড়িয়ে রইলেন। রাশেদের বাড়ির কেউ যেন জানতে না পারে আমাদের কথোপকথন।

বড় চাচা বললেন,, নাজিলা আমাদের উপর রাগ করে এখন বাড়ি যেতে চাইছে না,,মা,,??
আমি চুপ হয়ে রইলাম ‌।

মারে, কাল সারারাত আমি চোখের পাতা এক করতে পারিনি। তুমি বিদায় বেলা এক ফোটা কাঁদো নি। তোমার অন্ধকার মুখ আমার মনে গেঁথে গেছে মা,,,।

নিজেরে খুব অপরাধী লাগছে। তোমার চাওয়া তো খুব বেশি ছিল না,, তুমি শুধু পড়াশোনাটাই শেষ করতে চেয়েছিলে।

আমি তোমার অধম বড় চাচা,, তোমার এ চাওয়াটাও পূর্ণ হতে দিলাম না। 😔😔

মা রে আমি কোনদিন তোমারে নিজের বাচ্চাদের থেকে আলাদা করি নাই। কিন্তু কাল তোমার অভিমানি মুখ দেখে কেন যেন মনে হয়েছে আমি তোমারে আমার বাচ্চাদের থেকে পার্থক্য ঠিকই করেছি।

আমি নিজেরে মাফ করতে পারছি না !! মরার পরে তোমার বাবা মার কাছে আমি কি জবাব দিবো মা,,, আমি যে অপরাধী হয়ে গেলাম,,

বলে বড় চাচা হাউ মাউ করে কেঁদে ওঠেন। আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি বড় চাচাকে জড়িয়ে ধরে থাকি।

বহু বছর ধরে যেন আমি কাঁদছি। এমন স্নেহ কত দিন পাইনি 😭
কেঁদে মন হালকা হয় কথাটা সত্যি। আমার নিজেকে খুব হালকা লাগছে।
কিন্তু..........



চলবে,,,,,,,

256 Views
4 Likes
2 Comments
4.7 Rating
Rate this: