ছায়ারূপে বন্ধু
সূর্য হাসতে হাসতে আমায়
ফুরিয়ে দিল।
মেঘ কানতে কানতে আমায় ভিজিয়ে দিল।।
সেই বৃষ্টির জল আবার রোদে মুছে দিল।।
রাতে মাঝে চাঁদ এলো।
সূর্য রাগ করে চলে গেল।
চাঁদের বুক থেকে আমার ছায়া এলো।।
সেতো আমার সত্যি কারের বন্ধু ছিল।।
ছায়ারূপে বন্ধু দেখা দিল।।
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
619
Views
22
Likes
6
Comments
4.0
Rating