বাংলাদেশের ভুতুড়ে স্থানসমূহ 👻

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
(আপনারা পাশে থাকলে আরও অন্যান্য দেশের ভুতুড়ে স্থান আপনাদের জানানোর চেষ্টা করবো।
আশা করি পাশে থাকবেন)

১.
লালবাগ কেল্লার:
বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় ও ঐতিহাসিক স্থাপনা হলো লালবাগ কেল্লা।এটি মুঘল আমলে নির্মিত হয়েছিলো।
কেউ কেউ বলে এখানে সুবেদার শায়েস্তা খাঁ এর কন্যা পরীবিবির আত্মাকে দেখতে পাওয়া যায়।
(শায়েস্তা খাঁ ছিলেন বাংলার গভর্নর।তার মেয়েকে এখানেই কবর দেওয়া হয়েছে।)
অনেক সময় সেখানকার মসজিদে কেউ বা কারা রাত ৩টার সময় নামাজ পড়ে ।
যদিও ফজরের নামাজের সময় ঋতুভেদে ৪:৩০-৫:০০টার আশেপাশে।
তাদের খোঁজে সেখানে গেলে দেখা যাবে,কক্ষ পুরো ফাঁকা!

লালবাগ কেল্লার আরেকটি ভুতুড়ে জিনিস হলো,এর নিচে অবস্থিত সুরঙ্গ।
বলা হয়,এর ভেতরে কেউ একবার গেলে সে আর ফেরত আসে না।
কেউ বলে সুরঙ্গটি এখান থেকে দিল্লি পর্যন্ত বিস্তৃত।আবার কেউ বলে এটি নদীতে গিয়ে পড়েছে।
এর গহীনে কী রহস্য লুকিয়ে আছে কেউ যানে না

ব্রিটিশ শাসন আমলে,দুটি কুকুরের গলায় চেন বেঁধে এই সুরঙ্গের ভেতরে ঢোকানো হয়।কিছুক্ষণ পরে চেন ধরে টান দিলে শুধু চেন ফেরত আসে।কুকুরের নাম গন্ধও পাওয়া যায় না।
এই ঘটনার পর,ব্রিটিশ সরকার এই সুরঙ্গ মুখ বন্ধ করে দেয়।এখনও তা বন্ধই আছে।

কী লুকিয়ে আছে ওই বদ্ধ দরজার পেছনে তা এখন মানুষের কাছে রহস্য।

401 Views
6 Likes
1 Comments
5.0 Rating
Rate this: