জাঁদরেল মহিলা

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নিত্যদিনের চলাফেরায় কত মানুষের সামনে যে পড়তে হয়_ তা বলার মতো নহে।
আর বর্তমান দুনিয়ায় তো ৯৯% জাতিই জাঁদরেল। আজকে তেমনি একজন এর সাথে হঠাৎ দেখা।
উনি আমাদের বাড়িওয়ালার স্ত্রী। মানুষ হিসেবে একদম ভালো না। সবসময় অন্যদের গীবত করবে এবং মানুষকে খোঁচা দিবে, নিচু করবে ইচ্ছা করে।
সকাল ১১টার টিউশনি শেষ করে বাড়ির ভিতরে ঢুকে তিন তলায় উঠার জন্য পা বাড়িয়েছি,,,,তখনি পিছন থেকে ডাক শুনতে পেলাম। যখনই আওয়াজ টা পেলাম তখনই বুঝতে পারলাম,,আজকে আমি শেষ। আবার কোন কুকথা ভাষন আমাকে শুনতে হবে। এজন্য সবসময় উনার সামনে পড়া থেকে সতর্ক থাকি। কিন্তু আজকে কপাল খারাপ।
যাই হোক,, পিছন থেকে ডাক দেওয়ার পর ঘুরে দাড়ালাম,,, তখনি বললো,,শুনছো আমাদের রেবতী মোহন থেকে এবার ২জন মেয়ে মেডিকেলে চান্স পেয়েছে।
আমি কিছুখন চুপ করে গেলাম,, তারপর বললাম, হ্যা মাশাআল্লাহ ভালো। খুব ভালো খবর।
তারপর তাড়াহুড়ো করে কোনরকমে সিড়ি দিয়ে উপরে উঠতে চললাম আর মনে মনে ভাবলাম
আমি তো ঐ ২মেয়েটা কে চিনিনা। তাহলে ঐ মেয়েগুলোর খবর আমাকে জানানোর মানে কি? আমি কেনই বা শুনতে যাবো ঐ মেয়েগুলোর কথা?? এ পৃথিবীটা গোল।এখানে পুর্ব পশ্চিমে,উত্তর দক্ষিণে অসংখ্য আল্লাহর বান্দা, আল্লাহর মেধাবীরা, সফল ব্যাক্তিরা ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেকেই যার যার জায়গা থেকে খুব খুব সুখী এবং সফল।কারো সাথে কারো তুলনা হয়না। কারন,,আল্লাহর প্রত্যেকটা বান্দার জীবন, পরিস্থিতি, সৌন্দর্য, বিপদ আপদ,গুন,কাজকর্ম আলাদা আলাদা।
তাই কারো সাথে কারো তুলনা করা মারাত্মক অপরাধ। প্রত্যেকটা কাজের,প্রত্যেকটা মানুষেরই বরাবর সম্মান আছে।
আমাদের উচিত সবকিছু সমপর্কে পুর্ন জ্ঞান অর্জন করে তারপর জীবনযাপন করা।
এভাবে ঠুনকো জ্ঞান নিয়ে চলাফেরা করা এবং সমাজের বা দেশের ১/২জন মানুষের কৃতিত্ব নিয়ে পড়ে থেকে অন্যদের বিরক্ত করা একদম উচিত নয়। আপনি শুনছেন তার খবরটা,,দোয়া করেন।আমিও শুনছি, আমিও দোয়া করবো। ব্যাস। এর বেশি কিছু হওয়া উচিত না।

এগুলো শুধু ভাবছিলাম না।বরং উনাকে মুখের উপর যোগ্য জবাব দিতে ইচ্ছা করছিলো।কিন্তু সাহস পাচ্ছিলাম না।
কিন্তু আপনারা কেউ সমাজের এরকম কিছু কীটপতঙ্গ কে সহ্য করবেন না ও ছাড় দিবেন না।একদম সঠিক উচিত ন্যায় জবাব দিবেন এদের।প্রত্যেকে স্বাধীন ভাবে বাচবেন।
392 Views
11 Likes
0 Comments
4.0 Rating
Rate this: