
অন্ধকারের পর আলো
বিয়ের পর প্রথম কয়েকটি মাস খুব সুন্দর ছিল। রিয়া ভেবেছিল, তার স্বপ্নের জীবন শুরু হয়েছে। সুমনের সাথে তার বিয়ে পরিবারের পছন্দে হলেও, সে মনে করেছিল, ভালোবাসা সময়ের সাথে গড়ে উঠবে। সুমন শিক্ষিত, প্রতিষ্ঠিত, আর প্রথমদিকে তার প্রতি যথেষ্ট যত্নশীল ছিল। কিন্তু সেই যত্নশীলতা বেশিদিন স্থায়ী হয়নি।
বিয়ের ছয় মাস পর .....