
শেষ বিকেলের স্মৃতি (পার্ট ১)
পলাশের জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল সেই দিনটি, যখন সে প্রথম অনামিকার সঙ্গে কলেজে দেখা হয়েছিল। একটা ছোট্ট শহরের কলেজ ছিল তারা যেখানে দু’জনেই পড়াশোনা করত। পলাশ ছিল স্বপ্নবাজ, কিছু বড় হবার ইচ্ছে তার মধ্যে লুকিয়ে ছিল, কিন্তু সেটা কখনো প্রকাশ করতে পারেনি। অন্যদিকে, অনামিকা ছিল সবার জন্য এক প্রেরণা, .....