
রমনী
বদলে যাবো, বদলে যাবো বলেও_
অনেক নারী বদলায় না।
কালবৈশাখী ঝড়ের মতো জীবনটা উলটপালট
হয়ে গেলেও তারা বদলায় না_
নারী বদলায় _হুট করে,চুপিসারে, নিভৃতে
একবার বদলে গেলে তাদের কে
আর না ধরা যাবে, না ছোয়া যাবে।
নারী বদলে গেলেই ধ্বংসের সৃষ্টি
নারীকে পরিবর্তন হতে বাধ্য করো না
একবার নারী বদলে .....