ইচ্ছের শূন্যতা

রাহুল
রাহুল
লেখক

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
খুব ইচ্ছে ছিলো আপনাকে রেখে,
স্বপ্ন সাজাবো হৃদয় মেখে।
আপনার আলোয় করব বাস,
ভাঙা গানের সুরের আশ।

চেয়েছিলাম হাতে হাত রেখে,
একসঙ্গে হাঁটব পথের দিকে।
আপনার হাসি হবে আমার সুখ,
কষ্টগুলোও হবে একসাথে সুখমুখ।

আপনাকে নিয়ে বুনেছিলাম ঘর,
যেখানে ছিল না কোনো ভয়ের দর।
সেখানে শুধুই ছিল ভালোবাসা,
সুখের আকাশ আর মনের ভাষা।

কিন্তু আপনি হাঁটলেন অন্য পথে,
আমার স্বপ্ন ভাঙল শত কষ্টেতে।
আমি রইলাম শূন্য হাতে,
আপনি হারালেন অজানাতে।

চেষ্টা করেছি শতবার,
থামাতে আপনাকে এইবার।
তবু আপনি শুনলেন না,
আমার ডাকে সাড়া দিলেন না।

আজো বসে ভাবি চুপচাপ,
কেন এভাবে এলো বিচ্ছেদ-দ্রাঘ।
আমার ভালোবাসা কি ছিল তুচ্ছ,
নাকি সময়টাই ছিল আমার জন্য খর?

তবু মনে রাখব আপনাকে,
হারানোর স্মৃতি আঁকব মনে।
জানি আপনি আর ফিরবেন না,
তবু হৃদয়ে থেকে যাবেন চিরকাল।
116 Views
4 Likes
4 Comments
4.5 Rating
Rate this: