...

শুধু তোমারই জন্য

...
মালিহা অর্ণামিকা
...
19-Nov-2024, 01:01 PM
...

15

...

1

...

5.0(1)

ক্যাটাগরি : প্রেমের কাহিনী

- (ব্যাচটা এগিয়ে দিয়ে) এটা নিন। (অরিন)

- কেন? (আকাশ ভ্রু কুচকে)

- কারণ এটা আমি পড়বো না। (অরিন)

- (বাঁকা হেসে) তুমি মনে হয় ভুলে যাচ্ছো, তুমি এখন প্রিফেক্ট। (আকাশ)

- আমি সেটা মানি না। (অরিন)

- পুরো প্রতিষ্ঠান মানে, তুমি একজন প্রিফেক্ট। আর তুমি নিজে মানছো না? (আকাশ)

- আচ্ছা, আপনি এত মানুষ থাকতে আমাকেই কেন প্রিফেক্ট করলেন? (অরিন)

- তোমাকে প্রিফেক্ট করতে ইচ্ছে হয়েছে তাই করেছি। (আকাশ ডোন্ট কেয়ার ভাব নিয়ে)

- বাহ! আপনার আমাকে প্রিফেক্ট select করতে ইচ্ছে হলো, আর আপনি আমাকে select করলেন। Excellent, তাহলে আপনিও শুনে রাখুন-আমি এই দায়িত্ব নেব না। (অরিন)

- তোমাকে অনিচ্ছা সত্ত্বেও নিতে হবে। কারণ এখন এসব বলে লাভ নেই। আমি মেহেরুন্নেসা ম্যামকে তোমার নাম দিয়ে দিয়েছি। So, এসব মাথা থেকে বের করে নিজের দায়িত্বটা সঠিকভাবে পালন করো। (বলে আকাশ চলে গেল)

অরিন রাগে মাটিতে পা ঠুকল। তবে এটাও বুঝল,এখন আর কিছু করার নেই।অনিচ্ছা সত্ত্বেও  তাকে এই প্রিফেক্ট ব্যাচ নিতে হবে। সে গজগজ করতে করতে বাড়ি চলে গেল।

____________________


রাতে আকাশের বাসায়..................

আকাশ মন দিয়ে বই পড়ছিল।এমন সময় তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একজনের নাম দেখে তার মুখে বিরক্তির ছাপ ফুটে ওঠে।সে একরাশ বিরক্তি নিয়ে ফোনটা ধরে।

- কেন ফোন করেছিস? (আকাশ)

- মনে রেখেছিস তাহলে,আমি তো ভাবলাম ভুলেই গেছিস। (ফোনের ওপার থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল)

- ভুলে যেতে পারলে তো ভালোই হতো। (আকাশ)

- আমার কোনো মূল্য নেই না আকাশ তোর কাছে? (মেয়েটি)

- দেখ দিশা, আমার এসব কথাবার্তা একদম ভালো লাগেনা। যা বলতে কল করেছিস তাড়াতাড়ি বল, নয়তো আমি কল রাখছি। (আকাশ)

- আমাকে কেন প্রিফেক্ট করলি না তুই? কি এমন দেখলি ওই মেয়েটার মধ্যে যে ওকে প্রিফেক্ট করলি? (দিশা)

- ওর মধ্যে যা দেখেছি তোর মধ্যে তার ছিটেফোঁটাও নেই। (আকাশ)

- তাই নাকি, কি যোগ্যতা আছে ওই মেয়েটার? (দিশা)

- শুনবি তাহলে শোন। যদি পড়াশোনা দিকে দেখি তাহলে ও তোর থেকে শত গুণ ভালো। Co-curriculam activities এও ও ভালো। ও hardworking.ও তোর মত সব সময় ছেলেদের পেছনে ঘুরে বেড়ায় না। ঠান্ডা মাথায় যেকোনো কাজ করতে পারে। আবার প্রয়োজনমতো চড়াও হতে পারে। আর কি কোন যোগ্যতার প্রয়োজন আছে ওকে প্রিফেক্ট করার জন্য? (আকাশ)

- শুধুমাত্র প্রিফেক্টই তো হতে চেয়েছিলাম আমি আকাশ।তোর কাছে তো অপশন ছিল। এইটুকু করতে পারলি না তুই আমার জন্য। অন্য কিছু না হোক, তোর খালাতো বোন হিসেবে তো আমি এটুকু অধিকার রাখি। (দিশা)

- হ্যাঁ তুই আমার খালাতো বোন। কিন্তু কখনো তুই আমার সাথে তেমন ব্যবহার করিস না। তাহলে এখানে কেন অধিকার খাটাতে আসছিস? আর এমনিও আমার কাছে সবাই সমান। নিজেকে আগে প্রিফেক্ট হওয়ার যোগ্য কর। তারপর বলিস। এখন রাখছি। কাজ আছে আমার। (আকাশ)

কল কেটে যাওয়ার টু টু  শব্দ হলো।

______________________


অন্যদিকে..................

অরিন বসে বসে আকাশের গুষ্টির ষষ্ঠীপুজো করছে-

- বেটা খাড়ুশ,খাটাশ, নাইজোরিয়ান এনাকন্ডা,সাদা হাতি,লাল বাদর,শিয়ালের নানা,গন্ডারের পিসতুতো ভাই,তোর জীবনে বিয়ে হবে না,খোদার গজব তোর উপর পড়বে................. (অরিন)

- আপু থাম এবার। বেচারা তো এবার বিষম খাবে। (নোয়েল)

- খাক বিষম, বিষম খেয়ে মরুক ওই বেটা। (অরিন)

- অত সুন্দর ফর্সা ছেলেটাকে ওভারে বলতে তোর একটুও বিবেকে বিধছে না বল? ও মরলে তোর কলেজের কত মেয়ে ডিপ্রেশনে চলে যাবে জানিস? (নোয়েল)

- ফর্সা না ছাই, সাদা বাদর একটা। যে মেয়েগুলো ওর পেছনে পড়ে থাকে, যা ওগুলোকে রুচির সিরাপ খাইওয়ে আন। কেন রে সিপিএস এ কী মেয়ের অভাব পড়েছিল, যে দেখে দেখে আমাকেই তোর প্রিফেক্ট করা লাগবে। কিচ্ছু করব না আমি। দেখি কী করিস তুই। (অরিন)

- কিন্তু যাই বল,ভাইয়া কিন্তু একদিক দিয়ে ভালোই করেছে।এখন আমি সবাইকে গর্ব করে বলব যে আমার আপু নজরুল হাউজের প্রিফেক্ট। So that, Thanks to Akash vaiya. (নোয়েল)

-তোরা.....তোরা সবকয়টা শালা ঘরের শত্রু বিভিশন। এক লিসা, আরেক তুই। সব কয়টা মীরজাফর। বের হ, বের হ আমার রুম থেকে শয়তান....... (বলেই অরিন নোয়েলের দিকে একটা বালিশ ছুড়ে মারে)

________________________


৫ দিন পর....................

নজরুল হাউজের প্রিফেক্টদের মধ্যে bonding টা strong করার জন্য হাউজের মেইন প্রিফেক্ট লিওন একটা get-together এর আয়োজন করতে যাচ্ছিল। অরিন সেখানে যেতে সাফ মানা করে দেয়। কারণ সেখানে তিনজন ছেলে থাকবে। আর আপনারা তো জানেনই সে বরাবরই ছেলেদের থেকে দূরে থাকে। লিসা এই বিষয়টি আকাশকে জানায়।


অরিন সেদিন ছুটির পর ফাঁকা করিডোর দিয়ে একা হেঁটে যাচ্ছিল।তখনই কেউ ওর হাত ধরে টান দিয়ে ওকে পাশের রুমে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়।


To_be_continued....................



ব্যাপারটা কী হলো বলুন তো 🤨🤨🤨


মন্তব্য

রেটিং দিন

সকল পর্ব