অচেনা এক কন্ঠের সুর

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
**__________________**
****______________________**

অভ্রদা গিটারের টিউন ঠিক করলো। সেই মূহূর্তে আমি খেয়াল করলাম,,ওর কাজিন মহল ওদের দুজনের নামেই চেয়ার আপ করছে।

আমি অবাক হয়ে চারদিকে তাকালাম।অভ্রদা খুব পপুলার সবার মাঝে সেটা খেয়াল করছি। কিন্তু সায়মন যে কত পপুলার,, সেটা এই প্রথম খেয়াল করলাম ! 😅😅

সায়মনের এক চাচাতো বোন বলল,, ভাবী, তোমার বর যা মারাত্বক পপুলার তুমি তো জানো না !

স্টেজে তখন অভ্রদা গীটার বাজাচ্ছে,, আর মাইক হাতে চোখ বুজে সায়মন গানের সুর টান দিলো,,

" আ আ আ আ আ
না জানে কাবছে,,
উম্মিদে কুচ বাকি হ্যায়,,
মুঝে ফির ভি তেরি ইয়াদ কিউ আতি হ্যায়,?
না জানে কাবছে ••••

" জা আ আ আ ল' বলে সবাই একসাথে চিৎকার দিলো।অথচ সেই তীব্র শব্দের কড়াঘাত আমার মনোজগতকে কিছুতেই টলাতে পারলো না।

আমি সেখানে বিদ্যুৎ স্পৃশ্য ব্যক্তির মতো তাকিয়ে রইলাম।সায়মন কন্ঠের সব জোর ঢেলে গেয়ে যাচ্ছে,,

" দূর জিতনা ভি তোম মুঝছে পাছ দে রে ম্যা,,,
আব তো আদাত সি হ্যায় মুঝকো এয়ছে জিনে ম্যায়,,,
জিন্দেগীছে কোয়ি শিকয়া ভি নেহি হ্যায়।
আব তো জিন্দা হু ম্যায় ইস নীলে আসমামে ••••,

আমার দু'চোখ বেয়ে ঝরঝর করে পানি পড়ছে। নিজেকে আমার আটকে রাখা অসম্ভব হয়ে গেছে। আমি ভাবতেই পারছি না।

কৈশোরে প্রেমে পড়া সেই কন্ঠের মালিক আর কেউ নয়। আমার বর সায়মন !!!

আমি ওদের গান শেষের দিকে আসার আগেই স্টেজে উঠে সায়মনের গায়ের উপর ঝাপিয়ে পড়লাম,,স্থান,কাল, পাত্র,,সব ভুলে গিয়ে।

সামনে মুরব্বিরা ও ছিল, ওর পাশে ওর বড় ভাই ছিল, চারদিকে বয়সে ছোটরাও ছিল। আমি কিচ্ছু ভাবলাম না, কিচ্ছু চিন্তা করলাম না।

আমি কোনো মতে সায়মনের উপর ঝাপিয়ে পড়লাম। আমাকে এভাবে ছুটে আসতে দেখে ভাগ্য ভালো সায়মন দাঁড়িয়ে গিয়েছিল।

যে কারণে বউয়ের ওজনে তাকে মঞ্চে চিৎপটাং হতে হয়নি।😅😅
সবার সামনে বিস্মিত আমার বর আমাকে ধরে কোনোমতে শান্ত করলো।
কেউ কেউ আমাকে দেখে লজ্জায় হেসে ফেললো,,কেউ আবার ,,,
137 Views
1 Likes
0 Comments
0.0 Rating
Rate this: