বন্ধত্ব এরকম একটা জিনিস যা কোনো বয়স বা টাকা পয়সায় হয়না । বন্ধুত্ব আসে মনের গহিন থেকে । একজন ভালো বন্ধু সবসময় বিপদে পাশে থাকে ।
দুঃখের ভাগ নিবে কিন্তু সুখের না । নিজে আপমান হলেও কিছু বলবে না কিন্তু তার বন্ধুকে কিছু বলা যাবে না । সারাদিন ঝগড়া মারামারি করেই যাবে কিন্তু দিন শেষে ঠিকই আবার এক হয়ে যাবে । একজন ভালো বন্ধু নিজে কষ্ট পাবে কিন্তু তার বন্ধুকে কষ্ট পেতে দিবে না । দুনিয়ার সকল কষ্ট যেন বন্ধুদের কাছে গেলে হারিয়ে যায় । তারা যেন কী করে আমাদের সকল দু:খ কষ্ট বুঝে যায় ।এমন সব কথা যা আমরা কাউকে বলতে পরিনা কিন্তু বন্ধুকে ঠিকই বলতে । তাদের না বললেও কি করে যেন ধরে ফেলে । তাদের কাছে কোনো কিছুই লোকানো থাকে না । আপনি একটু আঘাত পাবেন সে বিচলিত হয়ে উঠবে । আপনি একটু মন খারাপ করে বসে আসেন সে উতলা হয়ে উঠবে কী করে আপনার মন একটু হলেও ভালো করা যায় ।বন্ধুত্বের মতো
সম্পর্ক আর একটা ও হয় না ।
বন্ধুত্ব খুবই আজব জিনিস । ভাবছেন তো আজব কেন ? কারণ এই যে আমরা স্কুল বা মাদ্রাসায় পড়তে যাই সেখানে কিন্তু কাউকে আমরা চিনি না । আগে কাউকেই দেখিনি ।এমনকি আগে কখনো তাদের সাথে দেখা হবে তাই ভাবিনি অথচ এখন তাদের জন্য কত কি না করি । তারা একদিন না আসলে যেন সারাদিন ভালো যায় না । বন্ধুর কাছে আসলে যেন অদ্ভুত এক শান্তি পাওয়া যায় । বন্ধুত্ব সবার সাথে করা যায় । বাবা ,মা ,ভাই,বোন ,পরিবার ,প্রকৃতি সবার সাথেই বন্ধুত্ব করা যায় । একটি সম্পর্কে বন্ধুত্ব থাকলে সেই সম্পর্ক খুবই সুন্দর হয় । তাই সবার আগে সকল সম্পর্কে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা উচিত । সব সম্পর্কের সেরা বন্ধুত্বের সম্পর্ক ।
বন্ধুত্ব কী
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
152
Views
6
Likes
1
Comments
4.7
Rating