দেখলাম 9 টা মিসড কল আননোন নাম্বারে ।
একটু পর আবার ফোন করেছে । ফোন রিসিভ করলাম,,,,,,,,
আমিঃ আসসালামু আলাইকুম ।
ওপাশ থেকেঃ ওয়ালাইকুম আসসালাম ।
আমিঃ জ্বি কে বলছেন ?
ওপাশ থেকেঃ আমি রিদি ।
আমিঃ ওহহ আচ্ছা । বলেন ?
রিদিঃ বাসায় ঠিক মতো পৌছেছো নাকি সেটার শুনার জন্য ফোন করে ছিলাম ।
আমিঃ জ্বি পৌছেছি ।
রিদিঃ কাল কি ক্লাসের পর একবার দেখা করতে পারবে ?
আমিঃ কেন ?
রিদিঃ সেটা না হয় কাল ই বলবো ।
আমিঃ আচ্ছা ঠিক আছে । দেখা করবো ।
রিদিঃ ঠিক আছে তাহলে আমি টেক্সট করে জানিয়ে দিবো কোথায় আসতে হবে ।
আমিঃ হুমম ঠিক আছে ।
রিদিঃ ওকে রাখছি । আল্লাহ হাফেজ ।
আমিঃ আল্লাহ হাফেজ ।
তারপর ফোন রেখে দিলাম । আর মনে মনে ভাবতে লাগলাম,,,
একদিনের পরিচয়েই রিদি আমাকে কি বলতে চায় ।
যাইহোক কাল তো শুনতেই পাবো । এতো চিন্তা করে লাভ নেই । তারপর একটু পড়াশোনা করে রাতের খাবার খেয়ে রুমে এসে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম ।
খুব সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আবার একটু করলাম । তারপর গোসল করে সকালের খাবার খেয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিলাম ।
তারপর ভার্সিটি গিয়ে ক্লাস শেষ করলাম । এখানে নতুন ভর্তি হওয়ায় আমার তেমন বন্ধু হয় নি । তাই ক্যাম্পাসে চুপচাপ বসে আছি ।
হঠাৎ রিদি টেক্সট করে ঠিকানা পাঠিয়ে দিল । আর বললো ঠিকানা অনুযায়ী চলে যেতে । আমিও যথারীতি রিদির পাঠানো ঠিকানা অনুযায়ী সেখানে পৌছে গেলাম ।
গিয়ে দেখি রিদি আগেই সেখানে পৌছে গেছে । আমি সেখানে গিয়ে দাঁড়াতেই আবার তার চোখের প্রতি ক্রাশ খেয়ে গেলাম ।
উফফ এই চোখ আমাকে ঘায়েল করেই ছাড়বে । তারপর আমি রিদিকে বললাম,,,,,
আমিঃ আপনি আমাকে এখানে ডাকলেন কেন ?? আর কি বলতে চান বলুন ?
তারপর রিদি তার আঙুল দিয়ে পথশিশুদের দিকে ইশারা করে বললো,,,,,
রিদিঃ তুমি সামনে ওই ছোট ছোট বাচ্চাগুলো কে দেখতে পাচ্ছো ।
আমিঃ হুমম কেন ?
রিদিঃ তাদের দিকে একবার লক্ষ্য করে দেখো,,তারা নিজেদের জীবন বাঁচানোর জন্য কত কষ্টই না করছে । জীবনযুদ্ধ টা হাসি মুখে লড়ে যাচ্ছে । তাদের কাছে একটা জীবনের মূল্য অনেক ।
আমি নিশ্চুপ হয়ে শুধু রিদির কথা শুনেই যাচ্ছি । তারপর রিদি আমার দিকে তাকিয়ে বললো,,,,,,
রিদিঃ আর তুমি সেই সুন্দর জীবন কোথাকার কোন মেয়ের জন্য দিতে বসেছিলে । জীবনটা কি এতো সস্তা তোমার কাছে । তারা জীবন বাঁচার জন্য লড়াই করে যাচ্ছে আর তুমি দেয়ার জন্য লড়াই করেছো । ছিঃ ।
রিদির কথা শুনে সত্যিই আমি অনেক লজ্জিত হলাম । ওর কথা শুনে মাথা নিচু করে আছি । আর ভাবছি,,,
সত্যিই তো রিদি অনেক সুন্দর কথা বলেছে । এভাবে তো আমাকে কেউ বুঝায় নি । এভাবে তো কখনো ভেবে দেখি নি । তারপর আমি রিদিকে বললাম,,,,
আমিঃ সরি ।
রিদিঃ হুমম । জীবন একটাই তাই সুন্দর ভাবে বাঁচতে শিখো ।
এতক্ষণে তো ওর শুধু চোখ দেখে প্রেমে পড়েছিলাম । এখন ওর সুন্দর করে কথা বলে বুঝানোর জন্যও প্রেমে পড়ে গেলাম ।
তারপর আমি বললাম,,,,,
আমিঃ ধন্যবাদ । এভাবে আমাকে কেউ বুঝায় নি ।
তারপর আমি আর রিদি সেখান থেকে চলে এলাম । তারপর ও ওর মনে বাসায় চলে গেল । আমার কিছুই ভালো লাগছিল না । ওর ওসব কথা শুনে এখন নিজের প্রতিই খারাপ লাগছে ।
তাই আর বাসায় গেলাম না । অনেকক্ষণ ধরে পার্কে বসে আছি মন ভালো করার জন্য । বসে থাকতে থাকতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো ।
সন্ধ্যায় আমি বাসায় ফিরলাম । আম্মু আমাকে জিজ্ঞাসা করলো,,,,
আম্মুঃ রাজ এতক্ষণ দেরি হলো যে বাবা । কোথায় গেছিলি ।
আমিঃ এমনিই ঘুরতে গেছিলাম আম্মু ।
আম্মুঃ ওহহ আচ্ছা । এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে । আমি খাবার দিচ্ছি ।
আমিঃ হুমম আচ্ছা ।
তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে তাড়াতাড়িই ঘুমিয়ে পড়লাম । খুব সকালে ঘুম থেকে উঠলাম ।
ঘুম থেকে উঠেই আমি তো অবাক । কারন,,,,,,,,,
""
""
""
চলবে,,,,,,,,,,,,,,
পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন । ধন্যবাদ ।
তোমার গল্প গুলো অনেক সুন্দর 😊😊 আমার গল্প গুলো ও পড়ার অনুরোধ রইল 💞💞
কোথায় আপনার গল্প
আয়েশা
আমার নাম আয়েশা আক্তার মিম,, আমি অনেক গুলো গল্প লিখছি,,তার মধ্যে থেকে গল্প পড়ো,, অচেনা এক কন্ঠের সুর,, গল্পের নাম
রাকিব হোসেন
আপনি কত নম্বরে আছেন