...

মুসলিম রমণী তুমি তো রাজকন্যা

...
আয়েশা আক্তার মিম
...
20-Oct-2024, 07:17 PM
...

69

...

4

...

4.0(3)

ক্যাটাগরি : ইসলামিক গল্প

***__________________**_________________
____________&_______**

ঐ বৃদ্ধা আমার স্ত্রীর কথাগুলো অবাক বিস্ময়ে পূর্ণ মনোযোগ সহকারে শোনছিল। সে কান্না সম্বরণ করছিলো। চোখের পানি মুছছিল। সে স্মরণ করছিল, তার সন্তান ও নাতি - নাতনিদের;

' হায় ! কত বছর হয় তাদের দেখা হয় নি ! 'আসলে কখনোই তারা তাকে দেখতে আসতো না। এমনকি বৃদ্ধা তাদের বসবাসের কোনো ঠিকানা পর্যন্ত জানতো না।

ইউরোপ - আমেরিকায় এমন কত হয় যে, বয়স্ক ব্যক্তিরা মারা যায়। তাদের দাফন করা হয় বা আগুনে জ্বালানো হয়।

অথচ তাদের পরিজনেরা তার খোঁজও রাখে না। কারণ বার্ধক্যে উপনীত হওয়া মানুষ তাদের কাছে মূল্যহীন।

আমার স্ত্রী তার বক্তব্য শেষ করলে বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বললো ,, বাস্তবেই কি ইসলাম নারীকে এমন সম্মান দিয়েছে,,??

তাহলে তো তোমরা তোমাদের ঘর, পরিবার ও সমাজে রাণীর মতো জীবন যাপন করে।

আমার মুসলিম বোনেরা ! হতাশার কিছু নেই। মুসলিম সমাজে নারীর অবস্থা আর অমুসলিম সমাজে নারীর অবস্থার দিকে একবার চোখ মেলে তাকিয়ে দেখুন !
বাস্তবেই আপনি রাণী বা রাজকন্যা। আপনার সম্মান রক্ষার্থেই এখানে রক্ত ঝরে।

আপনার সম্মান রক্ষার্থে যখন কেউ জীবন বিলিয়ে দেয়, ইসলাম তাকে শহীদদের মর্যাদায় ভূষিত করে। আপনার জন্যই প্রান ঝরে।
পুরুষের সম্পদ ব্যয় হয়।

বাস্তবেই আপনি সুরক্ষিত রাজকন্যা। আপনার আশেপাশের সকল পুরুষের দীনি দায়িত্ব আপনাকে সুরক্ষা দেয়া।
নিজের জীবন বাজি রেখে আপনার ইজ্জতের হেফাজত করা।


_________________________________&&____&&&____________&&

সমাপ্ত,,,


মন্তব্য

রেটিং দিন

সকল পর্ব