মনে করো আজকে গেছ তুমি মরে,,
তোমার মৃত্যুর সংবাদ সবাইকে জানানোর জন্যে,,
তোমার এক আত্মীয় যাবে মসজিদএ মাইকিং করিতে,,,
গ্রামবাসী তোমার মৃত্যুর সংবাদ শুনে দেখিতে আসবে তোমাকে,,,
মা,, বাবা ,, সন্তান আত্তীয় স্বজন সবাই তোমার মৃত্যুর জন্য কাদিবে,,,
আশে পাশের অনেক লোকজন ঐ টাইমেও তোমার নামে গিবত করিতে বসিবে ,,,
কেউ কেউ বলিবে তুমি ছিলে অনেক খারাপ মানুষ তেমন ভালো কাজ করনি দুনিয়াতে ,,,
না জানি কি হয় আজকে তোমার সাথে কবরেতে ,,,,,
এভাবে সব আত্নীয় স্বজন সবাই তোমাকে শেষ দেখা দেখিবে,,,,
আস্তে আস্তে তোমার শেষ গোসলের টাইম হয়ে যাবে ,,,,
কেউ যাবে গমর পানি করিতে,, কেউবা যাবে বরই পাতা আনিতে ,,,
আর ঐ দিকে অনেকে যাবে তোমার কবর খনন করিতে ,,,,,,
সেদিন সবাই মিলে অনেক আদর যত্ন করে তোমাকে গোসল করাবে ,,
যেন তুমি ছোট শিশু জুরে ধরলে তোমার শরীরে ব্যথা পাবে ,,,,
এরপর তোমাকে মসজিদের ঐ পালকিতে করে নিয়ে যাবে তাদের কাঁদে করে ,,,,
এভাবে জানাজার নামাজ শেষে ঐ অন্ধকার কবরে তোমাকে একা করে রেখে আসবে,,,
একে একে সবাই চলে যাবে,, সেখানে থাকবে শুধু তুমি একা আর কেউ থাকবে না তোমার সঙ্গী হয়ে ,,,
আস্তে আস্তে সোনার অঙ্গ যাবে তোমার মাটিতে মিশিয়ে,,,
এমনকি তোমার প্রিয় কাছের মানুষ গুলোও যাবে তোমায় ভুলে,,,
বলো এবার তুমি, এতো অহংকার, খারাপ কাজ,, করে কি বাই তোমার লাভ হবে,,,,
সময় থাকিতে আল্লাহর কাছে তওবা করে এসে পরো তুমি ভালো পথে ,,,
সময় ফুরিয়ে গেল তওবা করার টাইম পাবেনা তুমি ফেরাউনের মতো করে ,,,,
♥️ ফাতেমা ♥️
কবর
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
136
Views
2
Likes
0
Comments
5.0
Rating