গোপালের পাঠশালা কামাই

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
*** ছেলে বেলায় গোপালকে পাঠশালায় ভর্তি করা হয়েছিল। কিন্তু গোপালের লেখাপড়ায় মন ছিল না।😁😁
প্রায়ই সে নানা ওজর দেখিয়ে কামাই করতো।

এইভাবে একবার গোপাল পরপর তিন পাঠশালায় গেলো না। চার দিনের দিন পাঠশালায় যেতে পন্ডিত মশাই জিজ্ঞাসা করলেন,,,

গোপাল,গত পরশুর আগের দিন পাঠশালায় আসিস নি কেন,,?😠😠

গোপাল বলল ; আমার খুব পেট কামড়াচ্ছিলো।
পন্ডিত মশাই জিজ্ঞাসা করলেন,,, পরশুদিন না আসার কারণ কি,,?🤔🤔
গোপাল বলল ; আজ্ঞে, আমাদের ধোবার গাধা টা হঠাৎ মারা গেলো।
পন্ডিত মশাই আশ্চর্য হয়ে বলল ; ধোবার গাধা মারা গেলো,তাতে তোর কি,,??🙄🙄
গোপাল বলল ; বারে,ধোবাটা আমাদের বারো মাস কাপড় কাচে,,তার গাধাটা হঠাৎ মারা গেলো,,তার দুঃখে কে সান্ত্বনা দেবে বলুন,,??

পন্ডিত মশাই বললেন ; কাল কি জন্য কামাই করে ছিলি,,,??

গোপাল সঙ্গে সঙ্গে উওর দিলো - কাল কামাই হবে কেন,,?🙄🙄
কাল তো বিকেলে আপনার সঙ্গে চন্ডিমন্ডপে দেখা হয়ে ছিল।😁😁😁

উওর শুনে পন্ডিত মশাই মনে মনে ভেবে নিলেন,,এর লেখা পড়া হবে না।
তবে ভবিষ্যতে উপস্থিত বুদ্ধির জোরে খুব সুনাম অর্জন করবে।

তিনি গোপাল কে আর কিছু বললেন না।😎😎


" "সমাপ্ত,,

ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন,,
151 Views
2 Likes
2 Comments
4.5 Rating
Rate this: