একজন দ্বায়িত্ববান স্ত্রীর বক্তব্য

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
ফেসবুক এ ঘাটা ঘাটি করতেছিলাম, এমন অবস্থায় একটা পোস্ট চোখে ভেসে উঠলো, পোস্ট টা ছিল ঠিক এই রকম,

“আমার স্বামী বাসায় ফিরলেই আমার কোলে মাথা রাখে।
ইদানিং অনেক ব্যস্ত হয়ে গেছে। সারাদিন বাহিরে থাকার পর সন্ধ্যার পর যখন বাসায় আসে তখন একেবারে নেতিয়ে পড়ে।ফ্রেশ হয়ে কোলে মাথা রেখে বলে, তুমি মাথায় হাত বুলিয়ে দাও আমি ঘুমাই। যখন আমি মাথায় হাত বুলিয়ে দিই তখন প্রতিদিন একই কথা বলবে তোমার কাছে আসলে যে শান্তি লাগে এই শান্তি পৃথিবীর আর কোথায় ও লাগে না।
কথাটা শুনে নিজেকে আদর্শ একজন স্ত্রী মনে হচ্ছে"

সত্যি বলতে সকল পুরুষ এইরকমই একটা নারী তার জীবনে চায়, সারাদিন কাজ করার পর ও যখন বাসায় ফিরে, তখন যেন হাসিমাখা একটা মুখ দেখতে পায়।
147 Views
11 Likes
0 Comments
3.0 Rating
Rate this: