
আমার ইচ্ছে গুলো
আমার ইচ্ছে গুলো,অদ্ভুত!!
একটা ঝিঝি পোকা হতে ইচ্ছে করে।
শহরের অন্ধকারে মন গুলো আলোকিত করবো বলে।।
কখনো কখনো ঘুম ভাঙা পাখি হতে ইচ্ছে করে;
অভিনয়ে জেগে থাকা মানুষের ঘুম ভাঙাবো বলে।
আমার ইচ্ছে গুলো, আজকাল অগোছালো!!
সেদিন প্রজাপতি দেখেই ইচ্ছে হলো প্রজাপতি হই প্রতিটা ডানায় করে বয়ে নিয়ে আসি একটু .....