এক শীতের বিকাল বেলায়
তোমাকে দেখেছি,
সেদিন হতে তোমায় আমার
এ বুকে রেখেছি।
ধীরে ধীরে ভালো লাগা
ভালোবাসা হয়ে যায়,
সকালবিকাল সারাক্ষণ
মনটা অস্থির বলা দায়।
মায়াবী সেই বদনখানি
দেখে দেখে তোমার,
দিবানিশি ব্যাকুল হয়
হৃদয়খানি আমার।
গভীর রাতে তোমায় নিয়ে
কল্পনায় তো থাকি,
নয়ন মাঝে ভাসতে থাকে
তোমার দু'টি আঁখি।
ইচ্ছে করে তোমায় নিয়ে
যায় অনেক দূরে,
ছায়ার মতো থাকবো পাশে
যদি হয় অচিনপুরে।
জানি না তো কিভাবে বলি
না বলা কিছু কথা,
বিশ্বাস রাখো তোমায় আমি
দেব না কভু ব্যাথা।
ইচ্ছা আছে স্বপ্ন আছে
আছে কতো আশা,
মুচকি হেসে নীরব হলে
বুঝে নিও ভাষা।
গভীর নিশি হতে না হতে
কল্পনা করি তোমায়,
তুমিও কি স্বপ্নে দেখো
বলে দিও আমায়।
মায়াবী সেই বদনখানি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
124
Views
7
Likes
3
Comments
4.0
Rating