
অপ্রত্যাশিত ভালোবাসা ( পাট ৪ )
পলাশ পরের দিন সকালেই ঢাকায় ফিরে যাওয়ার প্রস্তুতি নেয়। তার মনের মধ্যে একটা অদ্ভুত ভার ছিল, তবে একই সাথে একটা দৃঢ়তাও কাজ করছিল—অনিয়ার জন্য সে তার পরিবারের সাথে কথা বলবে। ট্রেনের যাত্রাপথে, জানালার বাইরের প্রকৃতি আর পিছু ছেড়ে আসা নাল্লাপাড়ার স্মৃতি তাকে বারবার অনিয়ার কথা মনে করিয়ে দিচ্ছিল। সে জানে, .....