
অপ্রত্যাশিত ভালোবাসা ( পাট ৩ )
পলাশ আর অনিয়া দু'জনেই চুপচাপ দাঁড়িয়ে আছে, যেন চারপাশের সবকিছু থেমে গেছে। মনের মধ্যে বয়ে যাওয়া ঝড় তারা কেউই প্রকাশ করতে পারছে না। পলাশ জানে তাকে কথা বলতে হবে, কিন্তু কীভাবে শুরু করবে, সেটা ভেবে পাচ্ছে না। তার দ্বিধার মাঝেই অনিয়া ধীরে ধীরে বলে উঠল, "পলাশ, আমি জানি না তুমি .....