
অপ্রত্যাশিত ভালোবাসা ( পাট ২ )
পলাশ সারাদিন অফিসের কাজ শেষে তার হোটেলে ফিরে চুপচাপ বসে থাকে। মনের ভেতর এক অজানা টানাপোড়েন চলছে। পরিবারের ইচ্ছায় ঠিক করা বিয়ের ব্যাপারে তার কোন আপত্তি ছিল না আগে, কারণ সে কখনও কারো প্রতি এমন অনুভব করেনি। কিন্তু অনিয়া আসার পর থেকে সবকিছু যেন পাল্টে গেছে। তার মনে বারবার অনিয়ার .....