
হারানো দিনগুলো
শীতের সকাল। ঘর থেকে বেরিয়ে একটি সাদা রুমাল দিয়ে চোখ মুছতে মুছতে আমি হাঁটছিলাম। চারপাশের নিস্তব্ধতা যেন আমার হৃদয়ের সুর তুলে ধরছিল। গত এক বছর ধরে প্রতিটি দিনই ছিল কষ্টের, তবে আজকের দিনটি অন্যরকম।
আমার নাম রাহী। আমি ঢাকার এক ছোট্ট শহরে বড় হয়েছি। বাবা মা দুজনেই ছিলেন শিক্ষিত, কিন্তু .....