বৃষ্টি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নীলা, আজকাল আকাশের কি হয়েছে? যখন তখন মেঘনেমে আসে বৃষ্টি আসে। রাস্তাঘাটে প্যাক প্যাকে কাঁদা। গলির মোটা আবার পানিতে ডুবে আছে।

কাব্য, তুই এত বিরক্ত হচ্ছিস কেন? তোর মেজাজটা খিটখিটে হয়ে আছে কেন? তুই- তো বৃষ্টি পছন্দ করি!! কিন্তু---ইদানিংকালে বৃষ্টি এলেই কেমন অস্থির হয়ে উঠিস।

তাই বলে এত বৃষ্টি হতে হবে কেন? বলা নেই কওয়া নেই , হুট করে এসে সবকিছু তার স্পর্শে ভিজিয়ে দেয়। এটা কেন হতে হবে কেন।

এবার বুঝেছি, কেন তুই এমন করছিস? তুইও না বৃষ্টিকে কেউ হিংসা করে ??

করবো না???
তুই বলছিস করা উচিত না??

না একদমই না ।
কেন করবি? পাগল কোথাকার।

আমি এসব কিছু বুঝি না। নির্লজ্জের মত যখন তখন এসে চোখ ছুয়ে দিবে,,,, আর আমি কিছু মনে করতে পারব না,, এটা হবে না।

এছাড়া এদিকে আমি ক্ষুধার জ্বালায় মরে যাচ্ছি সেদিকে তোর কোন খেয়াল নেই !!!

আচ্ছা ঠিক আছে আজ থেকে বৃষ্টিতে ভেজা বন্ধ। বৃষ্টি এলে লুকিয়ে থাকবো ।এবার খুশি??

না, একটুও না । লুকাতে কে বলেছে?? আমি শুধু চাই, এভাবে হুটহাট সবসময় বৃষ্টি যেন না পড়ে।

কারণ এত বৃষ্টি পড়ার কারণে অনেক সমস্যা হয়। এই বৃষ্টির কারণে কোথাও বের হওয়া যায় না কিছু করা যায় না।

কিন্তু একটা কথা!!! এই বৃষ্টিতে কান্না ভেজা চোখ লুকানো যায়। আর এই কারণেই বৃষ্টি আমার ভালো লাগে।
154 Views
10 Likes
7 Comments
4.9 Rating
Rate this: