
অভিমান
অনেকদিন সুহাসিনী খোঁজ নেই যোগাযোগের মাধ্যম গুলো অচল। আমার সম্পূর্ণ পৃথিবীটা নিঃশব্দে হে ছেয়ে গেছে!
ভোররাতে মেসেজের মৃদু শব্দে ঘুম ভেঙে গেল, প্রচন্ড শীতে অলসতা ঝাপটে ধরেছে, তবুও ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকাতেই সুভাষীর মেসেজ দেখে চমকে উঠলাম।
সুহাসিনী মেসেজে লিখেছে ঘুমিয়ে আছেন? কতদিন কথা হয়না আমাদের জানা নেই .....