,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
টুইন টুই টুই টুই
আমি ফেসবুকিং করছিলা তখন আমার মোবাইলে একটা মেসেজ আসলো।
মেসেজ টি দেখলাম লেখা ছিল আসসালামু আলাইকুম।
আইডি তে লেখা আছে নুসরাত ফারিয়া।
আমি ভদ্রতার খাতিরে বললাম।
মেয়েটি-- আসসালামু আলাইকুম।
আমি-- ওয়ালাইকুম আসসালাম।
মেয়েটি -- কেমন আছেন।
আমি-- জি ভালো আছি।
মেয়েটি -- তুমিই তো নিরব তাইনা।
আমি-- হুম কিন্তু আপনি জানলেন কি করে।
মেয়েটি -- আমি সব জানি আপনার সম্পর্কে।
আমি -- কি জানেন আপনি।
মেয়েটি -- অনেক কিছুই জানি যেমন (মেয়েটি আমার সম্পর্কে সব বলে দিল)
আমি-- আপনি আমার সম্পর্কে এতো কিছু কিভাবে জানেন।
মেয়েটি -- কারন আমি তুমাকে ভালোবাসি।, তাই ভালোবাসার মানুষের এটুকু খবর রাখবনা। তা কি হয়।
আমি-- সরি, আপনার বাসা কই নামকি,।
মেয়েটি -- আমার নাম নুসরাত ফারিয়া। এটুকুই যেনে নিন। এখন আমার উত্তর দিন। I love you ❤️❤️❤️.
আমি -- কিয়ের উত্তর, চিনি না জানিনা আইসা বলতেছে আমি তুমাকে ভালোবাসি।
এই বলে আমি অফলাইনে চলে আসলাম।
রাত অনেক হয়েছে তাই ঘুমিয়ে পড়লাম।
ঘুমাতে যাওয়ার আগে আপনাদের পরিচয় দিয়ে নেই।
(আমি নিরব বাবা মা এর একমাত্র সন্তান। আমাদের অনেক টাকা পয়সা আছে। কিন্তু সাধারণ মানুষের মতো বাচতে চাই)
সকালে ঘুম থেকে উঠে দেখি 8 বেজে গেছে।
তাই উঠে ফ্রেশ হতে চলে গেলাম।
ফ্রেশ হয়ে টেবিলে গিয়ে দেখি শুধু আমার নাস্তা আছে। মনে হয় বাবা মা খেয়ে নিয়েছে।
তাই আমি নাস্তা খেয়ে কলেজের জন্য রেডি হয়ে যখন বের হব।
আব্বু -- এই নিরব এইদিকে আয়।
আমি-- জি বাবা তারাতাড়ি বল কলেজের জন্য লেট হয়ে যাবে।
আব্বু -- এই তোকে আমি কত বার বলব এসব কাপড় পরে কলেজে না যেতে। আমার কি টাকা পয়সার অভাব আছে।
আমি-- আব্বু আমি আগেই বলেছি আমি এতো বিলাসিতা করে থাকতে চাইনা। আমি সাধারণ মানুষের মতো বাচতে চাই। এখন যেটা বলবা বল।
আব্বু -- হুম তোর বিয়ে ঠিক করেছি।
আমি -- ঠিক আ কিইইই না আমি এখন বিয়ে করতে পারবনা।
আব্বু -- সব কিছু ঠিক হয়ে গেছে এখন চাইলেই বিয়ে ভাংতে পারবেনা। বিয়ে তুমাকে করতেই হবে।
আমি-- আমি বিয়ে করবনা মানে করবনা।
এই বলে কলেজের উদ্দেশ্য রওনা দিলাম।
কলেজে গিয়ে দেখি আমার সব হারামি বন্ধুরা মিলে বসে আড্ডা দিতেছে।
তাই আমিও গিয়ে সামিল হলাম।
কাউসার -- আমাদের রাজপুত্র এসে পরেছেন।
তা আপনি এতক্ষন কোথায় ছিলেন।
আমি-- আরে ঘুম থেকে উঠতে দেরি হইছে।
মিজা-- আমি জানিই যে তোর ঘুম থেকে উঠতে দেরি হবে।
আমি -- তো জানিসিই যখন তাহলে প্রশ্ন করতেছিস কেন।
এখন কথা না বলে চল ক্লাসে যাই ক্লাস্ব্র সময় হয়ে গেছে।
আমরা তিন জন ক্লাস রুমে গিয়ে বসে পরলাম।
বসে বসে গল্প করতেছি হঠাৎ একটা মেয়ে আসলো মেয়েটা অনেক সুন্দর সবাই তাকিয়ে আছে,।
মেয়েটা সোজা আমার পাশে বসে পরলো।
আমি তাকিয়ে দেখি আর কোনো সিট খালি নেই।
মেয়েটি -- ( এই সব খেত মারকা ছেলে কিভাবে এই কলেজে চান্স পায়। শরীর থেকে কি গন্ধ বের হচ্ছে।) মেয়েটা মনে মনে বলল।
একে একে সব ক্লাস শেষ হয়ে গেল। মেয়েটি বাহিরে চলে গেল। আমরা আর বসে থেকে কি করব।
তাই আমরা তিন জন ও বাহিরে চলে আসলাম।
বাহিরে এসে হাটতেছি তখন কার সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে গেলাম।
আমি উঠে দেখি সেই মেয়েটি।
আমি-- সরি, সরি আমি দেখতে পাইনি।
মেয়েটি আমাকে,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
চলবে,
পরের partএর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ
অচেনা মেয়েটি
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
831
Views
13
Likes
2
Comments
4.6
Rating