কেল্টু ও মিষ্টির দোকানদার।

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
আমাদের পাড়ার ছেলে কেল্টু, হেব্বি চালাক। পাড়ার মোড়ের মিষ্টির দোকানে গিয়ে বলল- দাদা দুটা গরম গরম মিষ্টি দাও তো, মিষ্টি খাবার পড়, আরও দুটি সিঙ্গারা সে সাপটে দিল। অবশেষে এক কাপ চা।

দোকানী টাকা চাইতেই সে বলল- আরে দাদা, আমি তোমার দোকানে খেয়ে তো তোমারই লাভ হল। এই যে আমি তোমার দোকানে খেলাম। ওই যে ওই দোকানে গিয়ে এখন আমি খবরের কাগজ পড়ব, আর তোমার মিষ্টি-সিঙ্গারা – চা এর গুণগান করব। এতে সেই দোকানের কাস্টমার তোমার দোকানে চলে আসবে। একবার ভেবে দেখ, তোমার কত প্রফিট হতে চলেছে।

দোকানী ভাবল, ঠিকই তো। এবার কেল্টু অন্য মিষ্টির দোকানে গিয়ে ঠিক একই রকম ফন্দি এঁটে পেট পূজা করে। কয়েকটা দিন এভাবেই চলল। কিন্তু কোনো দোকানিরই নতুন কাস্টমার আসে না। এরপর সেই দোকানীরা কেল্টুর চালাকি ধরে ফেলে। কেল্টু কে দেখে তারা একসাথে আসে, আর বলে- আচ্ছা কেল্টু ভাই তুই নেটওয়ার্ক মার্কেটিং বিষয়টা শুনেছিস। আমরা সেই দলে নাম লিখিয়েছি। ব্যাটা বিনে পয়সার আত্মীয়, তোরে মিষ্টি খাওয়াচ্ছি দ্বারা।

এই বলে সবাই মিলে কেল্টুকে মিষ্টি খাওয়াতে লাগল। উঁহু এই মিষ্টি সেই মিষ্টি নয়। এই মিষ্টি খেলে পেটে নয় পীঠে লাগে। আর লাল লাল ছোপ বসে যায়।
2.49K Views
58 Likes
11 Comments
3.6 Rating
Rate this: