
কিশোর জীবনে প্রেমনদী (পর্ব ০৭)
ইত্যাদি আরো অনেক কিছু বলতে বলতে দেখি রিয়া কাছাকাছি এসে হাতটা ধরে ওর কাজল মাখা মনকাড়া জাদুময় নেত্র দুটো আমার চক্ষুর প্রতি রেখে বলেন যে, "রিয়াদ! আমি সর্বপ্রথম যেদিন ক্লাসে এসেছি, সেদিন তোমাকে বারবার দেখেছি। তোমার মাঝে একটা ভিন্ন ভাব আছে। তুমি সব ছেলেদের চেয়ে একটু আলাদা। আমি তোমাকে সেদিনের .....