সজিব ক্লাসের শিক্ষিকা সজিব-কে শাসিয়ে দিয়েছেন, পরের দিন সে যদি ইংরেজিতে কথা বলা না শেখে আসে তাহলে তার কপালে দুঃখ আছে।
পরেরদিন স্কুল যাবার জন্য বাড়ি থেকে বেড়িয়ে কিছুদূর এসে শুনল একজন ছেলে একজন মেয়েকে বলছে- হ্যালো ডার্লিং! সজিব মনে মনে ভাবল আরে এটা তো ইংরেজি কথা। সে শিখে নিল। কিছুদূর গিয়ে সে শুনল পার্কের ধারে একজন মেয়ে একজন ছেলেকে বলছে- সাট আপ ননসেন্স! সজিব শিখে নিল। স্কুলের গেটের উল্টো দিকে সে দেখল রেশন দোকানী বলছে- লেডিস ফার্স্ট। সজিবের ইংরেজি শিক্ষা সমাপ্ত।
ক্লাসে কিছুক্ষণ পড়ে সেই শিক্ষিকা এলে, ছাত্ররা সবাই দাঁড়িয়ে “গুড মর্নিং” বলল। কিন্তু সজিব বলল- হ্যালো ডার্লিং। কথাটা দিদিমণির কানে যেতেই তিনি রেগে গিয়ে বললেন- হাউ ডেয়ার ইউ। সজিব বলল- “সাট আপ ননসেন্স” এবারে ম্যাম আরও রেগে গিয়ে বললেন- “চলো প্রিন্সিপ্যালের কাছে” সজিব বলল- “লেডিস ফার্স্ট”
আর এর পরের কাহিনী অবশ্যই পাঠকের মনে এতক্ষণে তৈরি হয়ে গেছে যে, সজিবের সাথে পরবর্তীতে কি ঘটতে পাড়ে।
আরও কিছু থাকলে ভালো হতো
পরবর্তীতে আরো বড় করে লেখার চেষ্টা করব, ধন্যবাদ আপনার মতামতটি জানানোর জন্য 🩵😊
তার আপ্যায়ন করা হবে।
আমি পরেরটুকু না বুঝতে পারিনি
very nive
হাস্যকর 🤣🤣🤣
গল্পটা সুন্দর হয়ছে,,, পরবর্তী পর্ব চাই
ভালো
Khub moja pelam😂😂
😅😂🤣
oo to thick thake English seakacha oo sudho tar mana ta janto na (golpo ta kintu darun chelo)
ধন্যবাদ 🩵
আমার নাম তানিসা
😊😊
ফজলুল হক রাফি
😊😊