এক টুকরো সকাল

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
রায়া : ayi ayi ayi ayi 😊😊😊😊😊
সাইম : কি ব্যাপার বিবিজান?? আজকে এতো খুশি???
রায়া : জানি না স্বামীজান 😇__আজকে ভীষণ খুশি খুশি লাগছে 😘।
সাইম : 😊😊........আলহামদুলিল্লাহ,, বাহ্ এটাতো ভীষণ ভালো খবর🤗
রায়া : 😊😊 উম্মাহহহহহহ 😚😚

সাইম : সোনা পাখি টাকে হাসিখুশি ভীষণ ভালো লাগে 🥰। সবসময় তোমার জন্য দোয়া ও মঙ্গল কামনা করি🥰।
রায়া : ( জড়িয়ে ধরে) 😊😊😊......আজকে অফিস না গেলে হয় না??? আমি আজকে কত্ত খুশি 🥹....জানি না কেন এত্তো খুশি?? কিন্তু আজ আপনার সাথে থেকে অনেক দুষ্টুমি করতে ইচ্ছা করছে 🥹......please....স্বামী জান...........
সাইম : ummmmah 😘.....ok fine...আজকের দিনটা শুধু বিবিজানের 😊😊😊!!!
রায়া : তাহলে চলুন 😊 তাড়াতাড়ি বের হই??
সাইম : কিন্তু যাবো টা কোথায় রায়া?? সেটা তো বলো??
রায়া : 😘😊🥰 দূর,,,, অনেক দূর....প্রকৃতির ছোয়ায়.... যেখানে শুধু তুমি আর আমি 🤗।যেখানে আমাদের ভালোবাসা আর প্রকৃতির ছোয়া একাকার হয়ে মিশবে❤️❤️!!!
সাইম : okkk...fine.. চলো রেডি হই।

(কোন এক প্রকৃতির ছোয়ায় রায়া আর সাইমের ভালোবাসা, রায়ার বাচ্চামি, সাইমের খুশিগুলো😊মিশে স্মরনীয় হয়ে রয়ে গেলো আজকের দিনটা)

রাত ১০টায় বাড়ি ফেরার পর:
রায়া : আমি খুব ক্লান্ত
সাইম: ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ি🤗
রায়া : হুমমমম😴😴😴
সাইম : রায়া 😊 আসো....বুকে আসো...
রায়া : ( সাইমকে জড়িয়ে ধরলো)
আর একে অপরের সাথে মিশে ঘুমিয়ে পড়লো।

ব্যাস🥰,,এক টুকরো সকাল, একটি দিন শেষ হলো সূর্যের আলো ও চাদের আলোর মিশ্রনে🌕
আগামীকাল থেকে আবার শুরু হবে ২জনের তাড়াহুড়ো, ছুটোছুটি, ম্যাচুরিটি,কাজ,দায়িত্ব, আর ছোট্ট ছোটো বাচ্চামি ও ভালোবাসা 😇😇😇🥰
192 Views
1 Likes
1 Comments
4.8 Rating
Rate this: