Sorry আব্বা! চোখ খোল একবার
আর থেকোনা রাগ করে ওঠো এবার,
ভুল হয়েছে ক্ষমা করো
কথা দিলাম জ্বালাতন করবনা আর।
আমায় ছেড়ে চলে গে কি হবে আমার
তুমি ছাড়া ত্রিভুবনে কেউ নেই আমার,
তুমি না হয় তারার দেশে সাথী পেয়ে যাবে
তুমি ছাড়া শুন্য পৃথিবী, কেমনে একলা রই।
আর করবনা বায়না আমি
নতুন জামা দাও বলে,
চেয়ে দেখো কাদঁছে কত
অসহায় একলা তোমার ছেলে।
করবনা আর বায়না আমি
রোজ খাবার কিনে দিতে,
বলবনা আর কখনও আমি
আব্বা লেগেছে অনেক খিদে।
ভাত চাইবনা ,মাছ চাইবনা
চাইবনা কখনও কোনো কিছু,
একলা ঘরে রইব পরে
তবু ছুটবনা আর তোমার পিছু।
ক্ষুধার জ্বালা মিটাবো আমি
সারাদিন শুধুই পানি খেয়ে,
ক্ষুধা লেগেছে খেতে দাও
আর বলবনা তোমায় যেয়ে।
বিরক্ত তোমায় করবনা কভু
তোমায় কথা দিলাম আজ,
তোমার কিছু করতে দেবোনা
প্রয়োজনে করব আমি কাজ ।
সারাটা দিন কষ্ট করে
করব রোজগার আমি,
তবুও আব্বা ফিরে এসো
তুমি ক্ষুধার চেয়েও দামি।
চাইনা আমার কোনো কিছু
আমি চাই শুধু তোমায়,
তুমি ছাড়া এই ধরাতে
আপন আর কেহ নাই।
আব্বা তুমি চেয়ে দেখো
তোমার ছোট্ট সোনা ছেলে
কাদঁছে কত ,অসহায়ের মত
তোমার নিথর দেহ কোলে তুলে।
Sorry আব্বা
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
159
Views
4
Likes
1
Comments
5.0
Rating