গভীর রাতে এমন সব মানুষদের কথা মাথায় আসে,যাদের সাথে এই মধ্যরাতেই কথা হতো অনেক। স্মৃতি ফিরে আসা যাকে বলে আরকি। স্মৃতি সুন্দর জিনিস,স্মৃতি তে থাকা মানুষটা জীবনে না থাকা টা সুন্দর না একটুও! মানুষটাকে বলাও যায় না, তোমার কথা মনে পড়ছে অনেক!
অধিকার হারিয়ে ফেলার ব্যাপার টা খুব খারাপ! মানুষ কে মনে পড়লেও তাকে বলার অধিকার থাকেনা! থাকে শুধু এই মধ্যরাতের দীর্ঘনিঃশ্বাস।
তবে মাঝে মাঝে খুব চেষ্টা করেও এই দীর্ঘনিঃশ্বাসটাকে আটকানো সম্ভব হয়ে ওঠে না।সারাদিনের কর্মব্যস্তার পর ক্লান্ত শরীরটার একমাত্র বন্ধুই যেনো এই একাকিত্বকর দীর্ঘ রাত আর কিছু অপ্রাপ্তির স্মৃতিবিজরিত অধ্যায়। সমীকরনের হিসাবটা তখন নিজেকেই মেলানোর মতো ব্যর্থ প্রচেষ্টায় মগ্ন থাকতে হয়।
তবে এতোটুকুই বুঝতে পারি রাতের ওই দীর্ঘনিঃশ্বাসটা অন্য কেউই শুনতে পারবে না।
মধ্যরাতের দীর্ঘনিঃশ্বাস
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
802
Views
26
Likes
1
Comments
3.8
Rating