,,,,,,,,,,,,,যেদিকে রিংটোন বাজতেছে সেদিকে গেলাম গিয়ে তো আমি অবাক কারন।
রিংটোন বাজতেছিল ওই বজ্জাত মহিলার ফোনে।
তাই আমি গিয়ে জিজ্ঞেস করলাম।
আমি :: আপনার নাম কি,,।
মেয়েটি :: নাম নেই,, আর নাম দিয়ে কি করবেন।
আমি :: বলুন না দরকার আছে।
মেয়েটি :: আমার নাম ফারজানা।
আমি :: আপনি কি আপনার খালার বাসায় এসেছেন।
মেয়েটি :: হুম,, আপনি কিভাবে জানেন।
আমি :: আপনি এখন যার জন্য অপেক্ষা করছেন,
সে হলো আমি :।
ফারজানা :: কক কি,,৷ খালা আপনার মতো বেয়াদব কে পাঠাইছে আমাকে নিতে।
আমি::৷ আমি কি জানতাম যে এই রকম বজ্জাত মহিলা কে নিতে আসতে হবে।
ফারজানা :: আপনি এতো বেশি কথা বলেন কেন।
ধরেন ব্যাগ নেন।
আমি-: আমার ঠেকা পরে নাই,,, আপনার ব্যাগ আপনি নেন,,, এই আমি চললাম।
ফারজানা :: দারাও এতো ভারি ব্যাগ আমি নেব কিভাবে।
আমি :: তো এতো ভাড়ি ব্যাগ আনছেন কি জন্য।
এই বলে হাটা দিলাম,, ফারজানাও ব্যাগ মাথায় নিয়ে আমার সাথে সাথে চলতে লাগল।
হাটতে হাটতে বাসায় পোছে গেলাম।
বাসায়,,,,,,,,,,,
ফারজানা:: খালা ,,,,, খালা আ৷৷,,,,, খালা।
চাচি:: কিরে ষারের মতো চিল্লাচিল্লি করছিস কেন।
ফারজানা :: তুমার বাসার চাকর এতো বেয়াদব কেন হুম,,,।
আমি::৷ চাকর এই চাকর কে একদম চাকর বলবেনা বলে দিলাম।
চাচি :: এই তুই কাকে চাকর বলছিস,,, ও তোর খালুর বড় ভাইয়ের ছেলে,,। মানে তোর কাজিন।
ফারজানা :: কাজিন মানে এরকম কাজিন আমার দরকার নেই।
আমি:: আপনার মতো নাক ফাটা কাজিন বুঝি আমার দরকার আছে :
চাচি :: আচ্ছা কি হইছে সেটা বল।
ফারজানা :: ওর জন্য আমার ব্যাগ ছিন্তাই হইছে।
আর সারটা পথ আমারে দিয়ে ব্যাগ আনাইছে
।
আমি :: নিজের ব্যাগ নিজে ঠিক মতো রাখতে পারেনা,,,, এখন আমার দোস তাইনা।
চাচি :: এতো ঝামেলা করিস না,,,,,, ফারজানা চল ঘরে চল।
ঘরে যাবার সময় ফারজানা দেখে ড্রয়িং রুমে খাট আলমারি জাবতিয় জিনিস রাখা আছে।
ফারজানা :! খালা তুমরা তো ড্রয়িং রুম টা পুরো বেড রুম বানিয়ে ফেলছ।,,
চাচি :: আরে তুই আসবি বলে,,। নিরব কে ড্রয়িং রুমে শুয়ার ব্যাবস্থা করেছি,।। আর তুই নিরব এর রুমে শুবি।
ফারজানা :: একদম ঠিক করেছ খালা।
যাকে যেখানে মানায় সেখানেই দিয়েছ।
এই বলে মুখ বাকিয়ে চলে গেল।
আমিও শুয়ে পরলাম। শুয়ার পর কখন ঘুমিয়ে গেছি মনে নেই।
ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে।
আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে আদিবা কে পড়াতে বসালাম।
আদিবা :: ভাইয়া আর পরতে ভালো লাগতেছে না।
একটা গল্প শুনাও না।
আমি :: না এখন কোনো গল্প না পরে শুনাব এখন পড়৷
আদিবা:.৷ ওকে পড়তেছি কিন্ত পরে গল্প শুনাবে,।
আমি :/ ওকে শুনাব,, এখন কথা বাদ দিয়ে পড়।
আদিবা : এখানে অনেক মশা আমি পড়বনা।
আমি ': দারা আমি কয়েল নিয়ে আসি,,,,,।
এই বলে আমি আমার রুমে গেলাম মানে ফারজানার রুমে গেলাম
যেয়ে যা দেখলাম,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
(পরের part এর জন্য অপেক্ষা করুন ধন্যবাদ)
অহংকারী কাজিন
অডিও মোড
00:00
00:00
গতি:
ভলিউম:
584
Views
15
Likes
1
Comments
4.6
Rating