...

ছোট্ট লেখকের প্রেমে

...
রাকিব হোসেন
...
...
04-Sep-2024, 10:06 AM
...

114

...

12

...

4.6(10)

ক্যাটাগরি : রোমান্টিক গল্প

তিথী আমাকে বললো,,,,,,

তিথীঃ চলো কি কিনবে ।

আমিঃ আমি আগে কিনবো না । চলেন আগে আপনি শপিং করেন ।

তিথীঃ ঠিক আছে চলো ।

তারপর আমি আর তিথী লেডিস কালেকশনে গেলাম । তিথী আমাকে বললো,,,,,,

তিথীঃ তোমার সব চেয়ে কোন রঙ ভালো লাগে ?

আমিঃ আমার কাছে সব রঙ ভালো লাগে, আপনার কোনটা দরকার ।

তিথীঃ কোন রঙের শাড়ি পছন্দ করো ।

আমিঃ নীল রঙের শাড়ি পড়াই ভালো । আপনাকে বেশ মানাবে ।

তিথীঃ আর থ্রিপিস কোন রঙের হলে ভালো হবে ।

আমিঃ থ্রিপিস কালো রঙের হলে ভালো লাগবে ।

তিথীঃ ঠিক আছে চলো ।

তারপর প্রথমে তিথী নীল রঙের শাড়ি নিলো, এর কালো রঙের থ্রিপিস নিলো ।

আমিঃ এবার তাহলে বাহিরে যাওয়া যাবে ?

তিথীঃ তুমি কিনবে না ।

আমিঃ আমি এখান থেকে কিনব না । অন্য দোকানে গিয়ে কিনবো ।

তারপর আমার পছন্দ মত একটা ব্লাক পাঞ্জাবি কিনলাম । সাথে জিন্স । তারপর তিথী কে বললাম

আমিঃ চলেন বাসায় যাই ।

তিথীঃ শপিং করার পর খাওয়া দাওয়া না করে আমি কোন দিন বাসায় যাইনা । তাই খাওয়া দাওয়া করে বাসায় যাবো ।

কি আর করার । তিথী কে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম ।

তারপর খাওয়া দাওয়া করলাম । সাথে টুকটাক কথাও বললাম । তারপর তিথী জোর করে বিল দিলো ।

বাহিরে এসে রিক্সায় উঠলাম । একটা রিক্সাই বসার কারনে দুজন দুজনার সাথে লেপ্টে আছি ।

আমি যতই তিথীর থেকে একটু দূরে বসতে চাচ্ছি তিথী ততই আমার সাথে গা লেগে বসতেছে । রিক্সা তার আপন গতিতে চলছে । একটু পর তিথী আমাকে বললো,,,,,,,

তিথীঃ এতো দূরে বসে আছো কেন । আর রিক্সার এতো সাইডে চলে গেছো কেন । পড়ে যাবা তো । একটু কাছে এসে বসো ।

আমিঃ না । আমি এখানেই ঠিক আছি ।

তিথী আরো মায়াবী মুখ নিয়ে মায়া করে বললো,,,,,,

তিথীঃ প্লিজ এদিকে এসে বসো ।

ওর মায়ার কথা ফেলতে পারলাম না । ওর দিকে একটু এগিয়েই বসলাম । তিথীর খোলা শাম্পু করা রেশমি চুল বাতাস বার বার আমার মুখে আচড়ে পড়ছে ।

তিথী সেগুলো বার বার আমার মুখ থেকে সরাচ্ছে । মনের ভিতরে কেন জানি এক ভালো লাগা কাজ করছে ।

কিছুক্ষণ পর তিথী বললো,,,,,,

তিথীঃ এই মামা রিক্সা থামান ।

আমি অবাক হয়ে বললাম,,,,,,

আমিঃ কি হলো রিক্সা থামালেন কেন ?

তিথীঃ ওই যে আইসক্রিম । আমি আইসক্রিম খাবো । আমাকে আইসক্রিম এনে দাও না প্লিজ ।

আমিঃ বাচ্চাদের মতো করছেন কেন ? আইসক্রিম বাচ্চারা খায় ।

তিথীঃ না । আমিও খাবো । প্লিজ এনে দাও না ।

তিথীর কাণ্ডকারখানা দেখে রিকশাওয়ালা মামা হাসলো । আর আমাকে বললো,,,,,

রিকশাওয়ালাঃ যান না মামা । মামি যখন এতো করে বলছে একটা আইসক্রিম এনে দেন ।

আমিঃ এই শুনেন..............

তিথী আমাকে পুরো কথাটা বলতে না দিয়ে বললো,,,,,,,

তিথীঃ থাক না ।

দেখলাম তিথী রিকশাওয়ালা মামার কথা শুনে লজ্জায় লাল হয়ে আছে । তারপর আমি আর কোনো কথা না বলে তিথীর জন্য আইসক্রিম নিয়ে আসলাম ।

রিক্সায় তিথী বাচ্চাদের মতো আইসক্রিম খাচ্ছে । আমি তো দেখে অবাক । এতো বড় মেয়ে তবুও আইসক্রিম খাওয়ার জন্য বাচ্চাদের মতো আচরন করে ।

কিছুক্ষণ পর রিক্সা বাসার সামনে এসে দাঁড়ালো । এখানে ও তিথী জোর করে ভাড়া দিলো । আমি চলে আসতেছি । তখন রিকশাওয়ালা মামা তিথীকে বললো,,,,,,

রিকশাওয়ালাঃ মামি,,মামার সঙ্গে কিন্তু আপনাকে অনেক মানাইছে ।

তিথী লজ্জা পেয়ে বললো,,,,,

তিথীঃ ধন্যবাদ মামা । আমাদের জন্য দোয়া কইরেন । এই নেন আরো একশো টাকা বকশিস ।

তারপর তিথীও আপুর রুমে চলে আসলো । এভাবে বিয়ের টুকিটাকি কাজ করতে করতে আরো আটদিন চলে গেল ।

আট দিন পর,,,,

আজ জান্নাত আপুর গায়ে হলুদ । আমার বন্ধুরা সহ সবাই আসছে । তিথী হলুদ শাড়ী পড়েছে । আমিও হলুদ পাঞ্জাবী পড়েছে । তিথীকে হলুদ শাড়ীতে অনেক সুন্দর লাগছে ।

আমি আপুকে হলুদ মাখানোর সময় আপু আমাকে ফিসফিসিয়ে বললো,,,,,,,,,,,

আপুঃ তোর সাথে আমার অনেক জরুরি কথা আছে ।

আমিঃ কি ব্যাপারে ?

আপুঃ তিথীর ব্যাপারে ।

আমিঃ হুমম কি বলবে বলো ।

আপুঃ তিথী আসলে কে জানিস ?

আমিঃ হুমম জানি তো ।

আপু একটু অবাক হয়ে বললো,,,,,,,

আপুঃ কি জানিস । আর তিথী কে বলতো ।

আমিঃ তিথী হলো আয়শা ।

আপু এবার চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে জোরে বললো,,,,,,,,,

আপুঃ হোয়াটটটটট,, তুই কেমনে জানলি ?

আপুর কথা শুনে সবাই আপুর দিকে তাকিয়ে আছে । তিথীও তাকিয়ে আছে ।

তারপর আমি বললাম,,,,,,,,

আমিঃ আরে আস্তে বলো ।

তারপর সবাইকে উদ্দেশ্য করে আপু বললো,,,,,,

আপুঃ সরি অল গাইস । আমাদের দুজনের কথা ।

তারপর সবাই যে যার কাজে মনোযোগ দিলো ।

আপুঃ এখন বল তুই কেমনে জানলি তিথী ই আয়েশা ।

তারপর আমি বললাম,,,,,,,,

আমিঃ,,,,,,,,,,,,,,,,,,,,,,
""
""
""
চলবে,,,,,,,,,,,,,,,,

পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন । ধন্যবাদ ।


মন্তব্য

রেটিং দিন

সকল মন্তব্যগুলো (5)
user
Tawheed Riday

মাশা-আল্লাহ

রাকিব হোসেন ...

শুকরিয়া

user
Amirul islam

অনেক সুন্দর হইছে

রাকিব হোসেন ...

ধন্যবাদ ভাইয়া

user
Shafiqul Islam

খুবই মজার। ভাি পরের পার্ট তাড়াতাড়ি দেন।

রাকিব হোসেন ...

ইনশাআল্লাহ

user
Mominur Islam

next part plz

রাকিব হোসেন ...

জ্বি

user
MD.BISHAL

super realistic 👌 👏 👍 story. I love your story

রাকিব হোসেন ...

Thanks bro

সকল পর্ব