সমাচার

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
বাসর রাতে বউয়ের ডাকনাম শুনে আমার মাথা থেকে পা অব্দি পুরো শরীরে ঝাঁকুনি দিয়ে উঠলো।
এক সময় যে নাম হওয়ার কথা ছিলো আমার মেয়ের, এখন কিনা সেটাই আমার বউয়ের নাম?
এবার আসি মূল কাহিনীতে,
আমার প্রাক্তন গার্লফ্রেন্ড এর নাম ছিলো জুমু,
আর আমার নাম হিমু...
তো একদিন আমার কথার ফাঁকে জুমু আমাকে বললো,
-এই শুনোনা, আমাদের বিয়ের পর বাচ্চা হলে আমি ভাবছি নাম রাখবো জুহি।
-হঠাৎ বাচ্চার নাম জুহি রাখার ইচ্ছে হলো কেন? আর ছেলে হলেও কি জুহি রাখবা নাকি?
-আরেহ না, তুমি দেখো আমাদের মেয়েই হবে। আর আমার নামের প্রথম অক্ষর জু এবং তোমার নামের প্রথম অক্ষর হি। দুটো মিলে জুহি।
-আচ্ছা ঠিকাছে, আমাদের মেয়ে হলে জুহি নামই রাখবো।
আমার ফেসবুকের নিকনেইমে প্রায় দুই বছর ধরে দেওয়া ছিলো 'জুহির আব্বু'
আর আজ কিনা আমার বউয়ের নামই জুহি। বিয়ের আগে জেনেছিলাম ওর নাম 'জোবাইদা ইসলাম'
সেটাই অবশ্য ওর আকিকা দেওয়া
নাম।
....
আমার বন্ধুরা সবাই আসলো আমার বউকে দেখার জন্য,
কথার এক ফাঁকে আমার বন্ধু রুমেল বললো,
-ভাবী আপনার নাম কি?
আমি জুহি কে কিছু বলতে না দিয়ে বললাম,
-ওর নাম 'জোবাইদা ইসলাম। তখনই জুহি বলে উঠলো,
-জোবাইদা ইসলাম জুহি।
তখনই সব বন্ধুরা খিলখিল করে হেসে উঠলো।
আমি জোবাইদা কে কিছু বুঝতে না দিয়ে বললাম,
-সবার জন্য চা করে নিয়ে আসো। জুহি চলে যাওয়ার পরই সব বন্ধুরা একসাথে বলে উঠলো,
-কিরে? জুহির আব্বু এখন জুহির স্বামী হয়ে গেলি?
.....
একবছর পর আমাদের একটা মেয়ে সন্তান হলো, আমাদের মেয়ের নাম কি রাখবো?
তাই নিয়েই কথা বলছিলাম,
হঠাৎ জুহি খুব উচ্ছ্বসিত হয়ে বললো,
-আমাদের মেয়ের নাম রাখবো জুমু।
-আরেহ না? এটা কেমন নাম?
-আমি যেটা বলছি সেটাই রাখবো,
আমার নামের প্রথম অক্ষর জু, আর তোমার নামের শেষ অক্ষর মু।
দুটো মিলিয়ে জুমু।
-এটা রেখোনা, নামটা আমার ভাল্লাগলো না। -আমার খুব ভাল্লাগছে। সো আমাদের মেয়ের নাম জুমুই রাখবো।
.....
একদিন জুহির সাথে মার্কেটে গিয়ে আমার প্রাক্তন জুমু'র সাথে দেখা, আর তখন আমার মেয়ে জুমুও আমার কোলে।
জুহি শপিং করতেছে, আর আমি তার ব্যাগ আর বাচ্চা সামলাচ্ছি।
আমার প্রাক্তন জুমু'র কোলে একটি বাচ্চা ছেলে। আমি বললাম,
-তোমার ছেলে নাকি?
-হ্যা, কি মনে হয় তোমার?
সবাইতো বলে হিমু দেখতে আমার মতোই হয়েছে।
-কি? তোমার ছেলের নাম হিমু রাখছো?
-আর বলোনা, ওর বাবার পাগলামি। ওর বাবার নাম মাহি, তো ওর বাবার নামের শেষ অক্ষর হি, আর আমার নামের শেষ অক্ষর মু মিলে হিমু।
তখনই জুমুর স্বামী জুমুকে ডাক দিলো,
-এই, হিমুর আম্মু শুনছো?
আর জুহি আমাকে ডাক দিলো,
-এই, জুমুর আব্বু শুনছো?
দুজন হাসতে হাসতে দুদিকে চলে গেলাম।
1.23K Views
50 Likes
5 Comments
4.5 Rating
Rate this: