রেগে যাবেন না!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
* সুলাইমান ইবনে সুরাদ (রাঃ) বলেন ------
রাসুল (সাঃ) এর কাছে দুজন লোক গালিগালাজ করলো। আমরা তখন তাঁর কাছে বসে আছি। এক জন অন্যজনকে গালি দিচ্ছে। গালি শুনে অপরজনের চোখ মুখ লাল হয়ে গেছে।

রাসুল (সাঃ) বললেন, " আমি এমন একটা বাক্য জানি - যা কেউ বললে তার রাগ উপশম হবে। তা হলো, আউজুবিল্লাহ মিনাশ শায়ত্বনির রাজিম - অর্থাৎ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি "।

এক সাহাবী রাসুল (সাঃ) এর কথাটা শুনলেন। সে সাথে সাথে গিয়ে ঝগড়ারত ব্যক্তিকে রাসুল (সাঃ) এর কথাটা শুনিয়ে বললেন, " তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো।" এ কথা শুনে লোকটার ক্রোধ আরো বেড় গেলো।

তার হাত কাপতে লাগলো। তারপর বললো -" তুমি কি আমার মধ্যে কোনো প্রকার রাগ দেখতে পাচ্ছো? আমি কি পাগল? যাও নিজের কাজে মনোযোগ দাও।'' [ তিরমিজি ৩৪৫২]

[এই হাদিসের মূল শিক্ষা হচ্ছে ]

রাসুল [সাঃ] এর হাদিস থেকে বুঝা যায়, রাগ শয়তানের তাড়না থেকেই তৈরি হয়।
190 Views
5 Likes
2 Comments
4.6 Rating
Rate this: