পাড়া গাঁ

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
পাড়া গাঁয়ে যাবো আমি পথ নাহী ফুরাবে,
হেঁটে হেঁটে যাবো সেথায় গাঁ দেখে মন জুড়াবে।
পথের ধারে দেখবো কতো সবুজ স্যামল ফসল,
কত কি কাজ করছে সেথায় মিলে কৃষক সকল।

গিয়ে সেথায় গাঁ ঘুরবো হয়ে পা খালি,
পায়ে কত লাগবে আমার গাঁয়ের ধুলো বালি।
পাখির সেথায় গান শুনবো গিয়ে পুকুর পাড়ে,
কত কি ফল খাবো পেরে গাঁ ঘুড়ে ঘুড়ে।

গাঁয়ের সকল ছেলেদের সাথে ঘুরবো খালে বিলে,
একই সাথে সবাই মিলে নৌকা ঠেলে ঠেলে।
গোসল করবো সবাই মিলে সেথায় বিলের জলে,
ফিরবো ঘড়ে সেখান থেকে দুপুর শেষে বিকেলে।

সবাই মিলে যাবো আবার বল খেলার ঐ মাঠে,
বল খেলবো সবাই মিলে সেথায় এক সাথে।
যে কদিন থাকবো সেথায় এভাবে দিন কাটাবো,
শহরে যখন আসবো ফিরে গ্রামের সৃতি আনিবো।

শহরে থেকে যায়না বোঝা গ্রামের এই সব মজা,
তাই চলো সবাই ভ্রমনে যাই পাড়া গাঁয়ে সোজা।
114 Views
2 Likes
2 Comments
5.0 Rating
Rate this: