কবরে আযাবের কারণে চিৎকার!

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
*** হযরত আবু আইউব আনসারী [রাঃ] হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন,
একদিন মহানবী [সাঃ] সূর্যাস্তের পর মদীনার বাইরে গমন করছিলেন।
হঠাৎ তিনি এক বিকট আওয়াজ শুনে বললেন, ইয়াহুদীদেরকে কবরে আযাব
দেয়া হচ্ছে। [ বোখারি,ও মুসলিম ]

* হযরত আবু সাইদ খুদরি [রাঃ] হতে বর্ণিত, মহা নবী [সাঃ] ইরশাদ করেন - নাফারমান ব্যক্তির লাশ যখন তার আত্নীয় -স্বজনেরা কবরস্থানের দিকে নিয়ে যায়, তখন সে চিৎকার করে বলতে থাকে, হায় আমার বংশধর! তোমরা আমাকে কোথায় নিয়ে
যাচ্ছো? তার চিৎকার মানুষ ছাড়া সবাই শুনতে পাবে। যদি মানুষ এ চিৎকার শুনতে
পেত,তবে বেহুশ হয়ে পড়তো। [ বুখারী শরিফ ]

** অপর এক বর্ণনায় আছে, গুরুজের দ্বারা আঘাত করার পর মৃত দেহ এত জোরে
চিৎকার দেয় যে, জ্বিন ও মানুষ ছাড়া সব কিছু তার চিৎকার শুনতে পায়। [ বুখারী ও মুসলিম ]
104 Views
2 Likes
2 Comments
5.0 Rating
Rate this: