বই

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
মনের মধ্যে মস্ত এক প্রেমের পাহাড়,
শুধু বইকে দেওয়ার জন্য !

বইকে আমি দিব্যিই ভালবাসি,
পৃথিবীর সব রহস্যময় কথাগুলো ,
বই আমাকে জানতে সাহায্য করে ।

বই আমার ভালোবাসার জগৎ ,
বই আমার বিশ্বাসের দুনিয়া।

বই আমাকে সম্মান করতে শেখায়,
বই আমাকে ভালবাসতে শেখায় ।

বই আমাকে সত্য মিথ্যার পার্থক্য শেখায়,
বই আমার ভেতরের আমিকে জাগ্রত করে।

বই আমাকে এক সমুদ্র পাড়ি দিতে শিখায়,
বই আমাকে আলোর পথ দেখায়।

বই সবার জীবনের গুরুত্বপূর্ণ অংশ।
হয়তো কেউ বইয়ের হাত ধরেই,
জ্ঞানের মশাল জ্বালিয়ে পুরো ,
দুনিয়া আলোকিত করে ।

হয়তো কেউ তাকে প্রহার করে,
বই মানুষের মত কখনো স্বার্থপর হয় না।

বই মানুষের মত যন্ত্রণা দেয় না ।
বই আমার একাকীত্বের সঙ্গী।

বই আমার পুরো পৃথিবী জুড়ে আছে ,
বই আমার পরম বন্ধু।

তাইতো আমার,
বইকে নিয়ে যত আনাঘুনা।

বইযের কোনো তুলনাই হয় না ।
আমার হৃদয় জুড়ে আছে শুধু
বই, বই, বই, বই, বই, বই।
167 Views
7 Likes
4 Comments
5.0 Rating
Rate this: