ছোট্ট লেখকের ছোট গল্পের ঝুলি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:

বড় রাস্তার মোড়ে এসে একটা বড় ঝামেলায় পড়লো রাকিব ও মাহিন। কারণ- তারা করিয়ে পেয়েছে একটি পাঁচশ টাকার নোট। আর এই টাকা পেয়ে রাকিব বলছে হোটেলে গিয়ে মাংস.ভাত খাব আর মাহিন বলছে দুজনে ভালো দেখে দুটো শার্ট কিনব। তা নিয়ে দুজনের মধ্যে লেগেছে তুমুল ঝগড়া।

এমন সময় একজন অপরিচিত লোক এসে তাদের জিজ্ঞেস করল: কি হয়েছে?

রাকিব ও মাহিন লোকটিকে সব কথা খুলে বলল!

সব শুনে লোকটি বলল: তোমরা যদি রাজি থাকো তাহলে আমি তোমাদের একটা উপায় বলতে পারি! তাতে তোমরা দু'জনই নিজের পছন্দমত জিনিস কিনতে পারবে।

দুজনে বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল: কি উপায়?

দুজনের এত উৎসাহ দেখে লোকটি মৃদু হেসে বলল: তোমরা আমাকে পাঁচশ টাকার নোট টি দাও। আমি পাঁচশ টাকাটা খুচরো করে এনে একজনকে আড়াইশো টাকা, আরেকজনকে আড়াইশো টাকা এভাবে ভাগ করে দেব।

লোকটির কথাটা শুনে রাকিব ও মাহিন খুশি হয়ে পাঁচশ টাকার নোটটি ধরিয়ে দিল।

নোট টা পেয়ে লোকটি বাজারের দিকে রওনা দিল।.......


প্রায় ঘন্টাখানেক পেরিয়ে গেছে,, তবুও লোকটির  কোন পাত্তা নেই। দুজনের আর বুঝতে বাকি রইল না যে; লোকটা তাদের ঢুকিয়ে পাঁচশ টাকার নোটটি নিয়ে গেছে।

*
গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।
*
এই গল্পটা কেমন হয়েছে অবশ্যই রিভিউ দিয়ে জানাবেন।
*
রেটিং দ্বারা পর্যালোচনা করারও অনুরোধ রইলো।
*
এমন মজার মজার আরো গল্প পেতে চাইলে আমাকে অনুসরণ করে রাখুন।
245 Views
21 Likes
6 Comments
4.3 Rating
Rate this: