আজও ভালোবাসি

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
নিশিরাতে একা বসে,
চাঁদের আলো ম্লান হয়ে আসে,
হৃদয়ে কষ্টের সুর বাজে,
বেদনার ছায়া, মনে ভাসে।

স্বপ্নগুলো ছিলো রঙিন,
এখন সব যেন ধূসর,
ভেঙে গেছে আশা-আকাঙ্ক্ষা,
কষ্টের মাঝে হারিয়ে গেছে সুর।

প্রিয়জনের স্মৃতি জাগে,
হাসির মাঝে লুকানো কান্না,
বিষাদের নদী বয়ে চলে,
মনের কোণে জমে থাকা বৃষ্টি।

কষ্টের এই অন্ধকারে,
আশার আলো খুঁজে ফিরি,
কিন্তু মনে হয়, সবই বৃথা,
বেদনার সঙ্গী, আমি একা, নিরব।

তবুও জীবন চলতে থাকে,
কষ্টের মাঝে খুঁজে পাই,
একটি নতুন সূর্যের আলো,
যার মাঝে আবার হাসি ফোটাই।
125 Views
2 Likes
1 Comments
3.5 Rating
Rate this: