ছোট্ট লেখকের প্রেমে (পর্ব ০৩)

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
পর্বঃ ০৩
""
হঠাৎ কাল রাতের মেয়েটির কথা মনে পড়ে গেল ।

আজকে তার সাথে আমার গল্পের আইডি দিয়ে কথা বলবো । যেই ভাবা সেই কাজ । ফেসবুকে ঢুকেই দেখি অনেক আগে থেকেই মেয়েটি অনেক মেসেজ দিয়ে রাখছে ।

কখনো সেটা খেয়াল করা হয় নি । কারন মেসেজ এমনিতেই কম করি । মেসেজ দিবো কি দিবো না এটা ভাবতে ভাবতে দেখি মেয়েটিই মেসেজ করছে,,,,,

মেয়েটিঃ আসসালামু আলাইকুম প্রিয় রাইটার । আজকে তো অন্তত রিপ্লেই দিন ।

আমি মনে মনে ভাবছি আপনার সাথে কথা বলার জন্যই আজকে অনলাইনে আসা । কিছুক্ষন দেরী করে রিপ্লেই করলাম,,,,

আমিঃ ওয়ালাইকুম আসসালাম ।

মেয়েটিঃ আপনি রিপ্লেই করছেন । আমি তো ভাবতেই পারছি না । কেমন আছেন ?

আমিঃ আলহামদুলিল্লাহ ভালো । আপনি ?

মেয়েটিঃ আলহামদুলিল্লাহ ভালো । আচ্ছা আপনি এতো সুন্দর গল্প কেমনে লিখেন । আমি তো প্রেমে পড়ে গেছি ।

আমিঃ কার । আমার নাকি গল্পের ।

মেয়েটিঃ দুইটাই 🙈 ।

আমিঃ আচ্ছা আপনার নাম টা কি ?

মেয়েটিঃ আয়শা ।

আমিঃ ওহহ আচ্ছা ।

আয়শাঃ আচ্ছা আপনার কি জিএফ আছে ?

এই মেয়ে এতো ফাস্ট । ভাবতেই পারি নি । সরাসরি জিএফ এ চলে গেছে । আমি বললাম,,,,,,,

আমিঃ কেন না থাকলে আপনি হবেন নাকি ?

আয়শাঃ না মানে এমনি জিজ্ঞাসা করলাম আর কি ?

আমিঃ সবাই কে তো এটাই বলে বেড়াচ্ছেন আমি আপনার বিএফ ।

আয়শাঃ মানে,,,,?

কালকের ফেইক আইডির কনভারশেসনের স্কিনশর্ট দিয়ে তার ইনবক্সে দিলাম ।

আয়শাঃ আপনি এগুলো কই পাইছেন ।

আমিঃ সেটা বড় ব্যাপার না । আপনি আমাকে না জেনে এগুলো কি বলে বেড়াচ্ছেন হ্যাঁ ।

আয়শাঃ যখন জেনেই গেছেন তাহলে আর কিছুই লুকাবো না । আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি । অনেক দিন ধরেই বলতে চাচ্ছি কিন্তু আপনি তো মেসেজ ই সিন করেন না ।

আমিঃ তাই বলে এরকম সবাইকে বলে বেড়াবেন ।

আয়শাঃ সরি ।😐

আমিঃ হুমম আর যেন না শুনি ।

আয়শাঃ কিছু বলবেন না ।

আমিঃ কি বলবো ?

আয়শাঃ আপনি আমাকে ভালোবাসেন না ।

আমিঃ হাহাহা । আমি তো আপনাকে চিনিই না । আর দেখিও নি । আজকেই প্রথম কথা বললাম । আমি কেন ভালোবাসতে যাবো ।

আয়শাঃ কিন্তু আমি আপনাকে সত্যিই অনেক ভালোবাসি । এতটাই ভালোবাসি যে আপনার কি পছন্দ আমার সব মুখস্থ ।

আমিঃ তাই নাকি । কি পছন্দ শুনি একটু ।

আয়শাঃ আপনি সিনিয়র মেয়েদের প্রতি একটু দূর্বল । ওদের দেখলে ফিলিংস কাজ করে । সাধারণ থাকতে পছন্দ করেন । আপনার বাসা বগুড়া ।

এই মেয়ে কেমনে জানলো এগুলো । তারপর আমি বললাম,,,,

আমিঃ বাহহ অনেক কিছুই জানেন দেখছি ।

আয়শাঃ একটা কথা বলি ।

আমিঃ অনেক কিছুই তো বললেন । আরো কিছু বাকি আছে ? ঠিক আছে বলে ফেলুন ।

আয়শাঃ আমি আপনাকে তুমি করে বলি ।

আমিঃ কেন ?

আয়শাঃ কারন আমি আপনার সিনিয়র ।

আহহহহ আমার দুর্বলতায় আঘাত করছে । সিনিয়র শুনে আয়শার প্রতি একটু ফিলিংস কাজ করছে । তাই বললাম,,,,,

আমিঃ ঠিক আছে তুমি করেই বলেন ।

আয়শাঃ তোমার ভালোবাসা পাওয়ার জন্য কি করতে হবে ?

আমিঃ কিছুই না ।

আয়শাঃ প্লিজ আমার ভালোবাসা প্রমাণের জন্য একটা সুযোগ দাও । তুমি যা বলবে আমি তাই ই করবো । সত্যিই অনেক ভালোবাসি তোমায় । তোমার গল্প পড়ে তোমার প্রতি আমি অনেক দুর্বল ।

আমি মনে মনে বললাম অনলাইনের প্রেম তো সত্যি হয় না । এই মেয়ে নিশ্চয় মজা নিচ্ছে । তাই আমিও একটু মজা নেই । তাই আমি মজা করে বললাম,,,,,,

আমিঃ ঠিক আছে আপনাকে একটা সুযোগ দিলাম ।

আয়শাঃ থ্যাংক ইউ সো মাচ । বলো আমাকে কি করতে হবে ।

তারপর আমি বললাম,,,,,,,,,,,,,,,
""
""
""
চলবে,,,,,,,,,,,,,

পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন । ধন্যবাদ ।
253 Views
13 Likes
1 Comments
4.3 Rating
Rate this: