
ভয়ানক জম্বির আক্রমণ (পর্ব ১৪ )
পাপিয়া : আমরা তো ছাদে উঠে গেলাম ,, এখন দেখা যাচ্ছে ওই স্কুল মাঠের থেকে ,,,বাহিরের অবস্থাই বেশি খারাপ ,,, সব জায়গায় গাড়ি এক্সিডেন্ট হয়ে পড়ে আছে,, রাস্তাঘাট মানুষে ফাঁকা কিন্তু জম্বি দিয়ে ভর্তি ,, বাহিরের অবস্থা অনেকটা ভয়াবহ ,,,
মিনা : এগুলো দেখেই তো আমার ভয়ে .....