
তুমি আছো তাই (পর্ব ৫)
মাহিম : কিগো আজকে কি আমাদের খেতে ডাক দিবে না ।
অন্তরা : দাঁড়াও আমি যেয়ে দেখে আসি । ফাহাদ হইতো পায়েলকে খাওয়াচ্ছে। পায়েলকে খাওয়াইয়ে হয়তো ফাহাদ আমাদের সাথে , একসাথে মিলে খাবার খাবে ।
এই কথা বলে অন্তরা ডাইনিং টেবিলের কাছে যেয়ে দেখলো খাবার টেবিল পড়ে আছে .....