আমল

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
থাকবো না আর এই জগতে ছারবো আমরা সবই,
আজ হক কাল যাবো আমরা ঐ পারের ঐ ভবে।
এই জগতে থাকা মানে সুধুই পাওয়া কষ্ট,
দু মুঠো ভাত খাবার আশায় জীবন ও হয় নষ্ট।

তাই ওপারেতে যাই সকলে সঙ্গে নিয়ে আমল,
সুখেতে দিন কাটবে মোদের হবো চিরো অমর।
ইচ্ছে হবে যখন যেইটা শুয়ে বসে খাবো,
মাছ গোস্তো বা পোলাও কোরমা হাত বারালেই পাবো।

মুমিন সকল এসো হে ভাই ক্ষমা চেয়ে নিই,
আমল আমরা আজ থেকেই শুরু করে দিই।
ক্ষমা চাইলে আল্লাহতালা ক্ষমা করে দিবে,
আমল যদি করি, আল্লাহ আপন করে নিবে।
133 Views
2 Likes
2 Comments
5.0 Rating
Rate this: