
রূপসি বালিকার ছলাকলা (পর্ব ২)
কিন্তু মুখ ফুটিয়ে ছেলেটা সময় আর সুযোগের অভাবে এবং পরিবেশ আর পরিস্থিতির কারণে কখনো নিজের মনের কথাটা মেয়েটাকে যথাযথ সময়ে বলতে পারেননি। এর মাঝে দু-মাসের মাথায় গিয়ে মেয়েটিও মাঝেমধ্যে তাঁর বাড়ির ভেতর থেকে প্রধান প্রবেশপথের দ্বারে এসে যখন আড়ি পেতে বাহিরে তাকাতেন, তখনই ছেলেটাকে তাঁর বাড়ির সামনে দেখতে পেতেন। ছেলেটা .....