অনুভবে তোমার আগমন

অডিও মোড

00:00 00:00
গতি:
ভলিউম:
""অনুভবে তোমার আগমন""

দিবা আরম্ভের মুহুর্ত হতে-
অনুভবে তোমার আগমন,
গোটা দিনে তোমায় ভাবি-
ঘরে বাহিরে সদাই কমন।

নজরকাড়া মুখকমল নিয়ে-
স্বপ্নঘোরে কেন আসো,
শয়ন কালের নয়নে হঠাৎ-
মনোজগতে তুমি ভাসো।

কল্পজগতে ভাবনার মাঝে-
দেখি তোমায় মহা রাণী,
আপন করে দখলে পেতে-
কথন করি বিবিধ বাণী।

সজাগ হতেই তুমি গায়েব-
মনে হয় অধিক নিঠুর,
প্রাণের চেয়ে প্রিয় মানি-
হও না কেন কঠোর।

বাস্তব জীবন বড়ই জটিল-
রূপকথার মতো নয়,
তোমার জন্য আনমনেতে-
সবকিছু নীরবে সয়।

কল্পনার জগতে তোমার সাথে-
কতই আলাপন করি,
নয়নাভিরাম রূপসি আকৃতির-
যেনো ডানাটাকা পরী।


346 Views
4 Likes
3 Comments
4.1 Rating
Rate this: